ভুল দাবিতে আর্নল্ড শোয়ার্জেনেগারের পুরনো ছবি ভাইরাল

Published on: January 8, 2022

সম্প্রতি ‘হোটেলে রুম না পেয়ে নিজের মূর্তির সামনে শুয়ে পড়েছিলেন আর্নাল্ড শোয়ার্জেনেগার  (Arnold Schwarzenegger)’ এমন দাবির সাথে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অনুসন্ধানে জানা যায়, ছবিটি শোয়ার্জেনেগারের হলেও দাবিটি মিথ্যা। ছবিটি ‘আফটার ম্যাথ (Aftermath)’ নামে তার একটি সিনেমার শুটিংয়ের সময়ে তোলা এবং জায়গাটির নাম ‘গ্রেটার কলাম্বাস কনভেনশন সেন্টার (Greater Columbus Convention Center)’।  ১৬ জানুয়ারি ২০১৬ সালে শোয়ার্জেনেগার তার ইন্সটাগ্রামে ছবিটি প্রকাশ করেন এবং সেখানে লিখেন “How times have changed”। মূলত মজার ছলেই এমনভাবে ছবিটি তোলা হয়েছিলো। আন্তর্জাতিক অনেকগুলো নির্ভরশীল মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবি সংবলিত ছবিটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে


ভাইরাল দাবিটি হুবুহু তুলে ধরা হলোঃ

“বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার নিজের সুবিখ্যাত ব্রোঞ্জ মূর্তির সামনে নিদ্রিত অবস্থার একটা ফটো পোষ্ট করেন এবং ক্যাপশন লিখেন,

সময় কিভাবে বদলায়।

তিনি বৃদ্ধ হয়েছেন বলে বাক্যটি লেখেননি। তার এই ব্রোঞ্জ মূর্তিটি এই হোটেলের সামনে যখন স্হাপন করা হয়। তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন এবং তিনিই হোটেলটি দ্বোধন করেন।

হোটেল ম্যানেজমেন্ট তাকে সম্মানের সাথে প্রতিশ্রুতি দিয়ে বলে ছিলেন, যে কোন দিন, যে কোন সময় আপনি এই হোটেলে এলে আপনার জন্য একটি সংরক্ষিত কক্ষ থাকবে।

পরবর্তীতে আর্নল্ড সেই হোটেলে গেলে তাকে হোটেল প্রশাসন থেকে বলা হয় যে, এই মুহুর্তে কোন ঘর খালি নেই, তাই আপনাকে এখান থেকে ফেরাতে হচ্ছে। তিনি তখন তার মূর্তির নীচে ঘুমিয়ে পড়েন, এবং তার এই অবস্থা কল্পনা করার অনুরোধ করেন অন্যদের।

তিনি এটাই বলতে চেষ্টা করেছেন যে,

“”মানুষ যখন তার উচ্চ ভাল অবস্থানে থাকে তখন সে মূল্যায়িত, অন্যথায় নয়। যখন সময় বদলায়, তখন সে মূল্যায়ন কমায়, নিজের অবস্থান, ক্ষমতা, বা বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আস্থাবান হওয়া উচিৎ নয়।

“”এই পৃথিবীতে স্থায়ী বলে কিছুই নেই””

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুক পোস্টে থাকা ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে সেখানে উল্লেখিত প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে পুনরায় সার্চ করা হলে বিভিন্ন দেশের অনেকগুলো ফ্যাক্টচেকিং প্রতিবেদন সামনে আসে। শ্রীলংকান একটি প্রতিষ্ঠান “ফ্যাক্ট ক্রিসেন্দো (Fact Crescendo)” ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে এ বিষয়ে একটি ফ্যাক্ট চেকিং প্রতিবেদন প্রকাশ করে। “Arnold Schwarzenegger Did Not Sleep On The Street In Front Of His Statue, Because A Hotel Denied Him Free Room” শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি আর্নল্ড শোয়ার্জেনেগারেরই।

তার ভ্যারিফাইড টুইটার, ফেসবুক এবং ইন্সটাগ্রামে ছবিটি দেখতে পাওয়া যায়। তার সবগুলো সামাজিক মাধ্যমেই ছবির সাথে “How times have changed” এমন একটি শিরোনাম দেখতে পাওয়া যায় এবং এটি নিশ্চিত হয় যে, ছবিটি তার নিজের।

পরবর্তীতে ছবিটির অবস্থান নিশ্চিত করতে পুনরায় বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে সার্চ “Statue of Arnold Schwarzenegger” শিরোনামে একটি উইকিপিডিয়া পেজ সামনে আসে। সেখান থেকে জানা যায় যে, ছবিটি কোনো হোটেল নয় বরং ‘গ্রেটার কলাম্বাস কনভেনশন সেন্টার’ এর সামনে তোলা হয়েছিলো। এটি আমেরিকার ওহায়োর কলাম্বাসে অবস্থিত আর্নল্ড শোয়ার্জেনেগারের একটি ব্রোঞ্জের ভাস্কর্য।

আর্নল্ড শোয়ার্জেনেগারের ছবির পিছনে থাকা ভাস্কর্যের অবস্থান দেখুন এখানে

অন্যদিকে পিপল ম্যাগাজিনের তথ্যমতে, ২০১৭ সালে প্রকাশিত ‘আফটার ম্যাথ’ নামক শোয়ার্জেনেগারের একটি সিনেমার শুটিংয়ের সময় তোলা ছবি এটি এবং তাদের মতে মজার ছলেই এমন ছবি তুলেছেন তিনি।

এএফপির আরেকটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন থেকে শোয়ার্জেনেগারের আর্থিক অবস্থার একটি হিসাব পাওয়া যায়। এর থেকে ধারণা পাওয়া যায় যে, তার আর্থিক অবস্থা অনেক ভালো এবং হোটেল না পেয়ে এইভাবে বাইরে থাকার অবস্থা তার হয়নি।

অতএব দেখা যাচ্ছে যে, ছবিটি আর্নল্ড শোয়ার্জেনেগারের নিজের হলেও তিনি হোটেল না পেয়ে এমনভাবে শুয়েছিলেন এটি সত্য নয়। প্রথমত, ছবিটি তিনি মজার ছলে তুলেছিলেন এবং এটি অনেক আগের ছবি। দ্বিতীয়ত, ছবিটি কোনো হোটেলের সামনে তোলা হয়নি বরং তার সিনেমার শুটিং চলাকালীন সময়ে একটি কনভেনশন সেন্টারের সামনে থেকে তোলা হয় এবং তৃতীয়ত, তিনি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল অতএব তার বাইরে এইভাবে থাকার কোনো যৌক্তিক ভিত্তি নেই। তাই ফ্যাক্টওয়াচ ভুল ব্যাখ্যা সংবলিত এই ছবিটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply