“৯০% মুসলমানের দেশে মাদ্রাসায় হিন্দুত্ববাদ”- শিরোনামে ভারতের ভিডিও

Published on: July 29, 2022

সম্প্রতি বাংলাদেশের মাদ্রাসায় হিন্দুত্ববাদের চর্চা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কিছু শিক্ষার্থীকে হাতজোড় করে গান গাইতে দেখা যায়। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের আসাম প্রদেশের। সেখানকার ইসলামপুর ব্লক সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের প্রার্থনা সংগীত পরিবেশনের ভিডিও এটি। আসামের বিভিন্ন স্কুলে এই প্রার্থনা সংগীতটি গাওয়া হয়ে থাকে। এর সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

এই ভিডিওসহ কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল ভিডিওটি লক্ষ্য করলে তার উপরের ডান পাশে “DOBOKA 24×7 LIVE” নামক একটি লোগো দেখা যায় । পরবর্তীতে এর সাহায্যে অনুসন্ধান করা হলে, “DOBOKA LIVE” নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়৷ অসমীয়া ভাষায় পরিচালিত এই পেজটি ভারতের আসাম প্রদেশের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ভিডিও প্রকাশ করে থাকে। সেখানেই ০৪ জুন ২০২২ তারিখে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওর শিরোনামে বলা হয়, ইসলামপুর ব্লক সিনিয়র মাদ্রাসার প্রার্থনা সভার একটি দৃশ্য এটি৷ পরবর্তীতে গুগল ম্যাপে মাদ্রাসাটির অবস্থান অনুসন্ধান করলে দেখা যায়, ভারতের আসাম প্রদেশের লাখিমপুরে এটি অবস্থিত। এছাড়া সেখানে থাকা ছবির সাথেও ভাইরাল মাদ্রাসার মিল পাওয়া যাচ্ছে। সবকিছুর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে মাদ্রাসাটি ভারতের আসামেই অবস্থিত।


উল্লেখ্য, ভিডিওতে যে গানটি শুনতে পাওয়া যায় সেটি আসামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত একটি প্রার্থনা সংগীত। গানটি সম্পর্কে বিস্তারিত খুঁজে না পাওয়া গেলেও এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যেখানে সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই গানটি গাইতে শোনা যাচ্ছে। এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে এবং এখানে। এছাড়া গানটি লিরিক্সসহ শুনুন এখানে

অতএব, বিষয়টি পরিষ্কার যে ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের আসামে অবস্থিত একটি মাদ্রাসার ভিডিও এটি। ভুল শিরোনামে ভিডিওটি ভাইরাল হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” চিহ্নিত করছে ।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply