পিস্তল উঁচিয়ে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা: মূলত একটি শর্টফিল্ম থেকে নেয়া

Published on: June 4, 2021

সম্প্রতি নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান এবং তার ভাতিজা শোভনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে আপলোড করলে তা মুহুর্তে বিতর্কের মুখে পড়ে। বিষয়টিকে কেন্দ্র করে সময় টিভিসহ বেশ কিছু সংবাদ মাধ্যম “পিস্তল উঁচিয়ে ভিডিও পোস্ট করে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা” শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখে, ভিডিও ক্লিপটি মূলত তাদের দুজনের অভিনীত এবং ২০২০ সালে ইউটিউবে আপলোড করা “নেতা” নামের একটি শর্টফিল্ম থেকে নেয়া। যদিও সংবাদ মাধ্যমের পরিবেশনায় ঘটনাটি বর্তমানের এবং বাস্তবে ঘটেছে এমন বিভ্রান্তি তৈরি হতে দেখা যায়।

 

১ জুন ২০২১ তারিখে সময় টিভি “পিস্তল উঁচিয়ে ভিডিও পোস্ট করে চাচাকে জন্মদিনের শুভেচ্ছা” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশে লেখা হয় “নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতার জন্মদিনে তার ভাতিজা কেএম শোভন পিস্তল নিয়ে মোটরসাইকেলে ভ্রমণ করছেন এমন ভিডিও ফেসবুকে পোস্ট করে চাচাকে শুভেচ্ছা জানিয়েছেন”

 

প্রতিবেদনের স্ক্রিনশট

 

১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান মোটরসাইকেল চালাচ্ছেন এবং তার পেছনে বসে শোভন পিস্তল উঁচিয়ে মহড়া দিচ্ছেন। প্রথম আলোর বরাত দিয়ে জানা যায়, চাচা কে এম জিল্লুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শোভনের এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে দেখা যাওয়া পিস্তলটি প্লাস্টিকের তৈরি এবং এ দৃশ্য ধারণ করা হয়েছিল “নেতা” নামের একটি নাটকের জন্য।” পরবর্তীতে ফ্যাক্টওয়াচ টিম ইউটিউব থেকে আসল শর্টফিল্মটি খুঁজে বের করে। কেএমভি মাল্টিমিডিয়ার প্রযোজনায় আব্দুল আউয়ালের পরিচালনায় নাটকটিতে জিল্লুর রহমান জিন্নাহ ও শোভনসহ অনেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ২০২০ সালের ৪ অক্টোবর ১৬ মিনিট ৮ সেকেন্ডের ‘নেতা’ নামের এ শর্টফিল্মটি ইউটিউবে আপলোড দেয়া হয়।

 

শর্টফিল্মটি দেখুন এখানে

 

উক্ত ভিডিও ক্লিপটি একটি নাটকের দৃশ্য হলেও, কিছু সংবাদ মাধ্যম তাদের শিরোনামে কিংবা বিস্তারিত অংশে সেটি উল্লেখ করে নি। যেমনটি ঘটেছে সময় টিভির প্রতিবেদনে। সংবাদটি প্রকাশের ৪৮ ঘণ্টা পরেও মূল তথ্যটি তারা প্রকাশ করেনি। পুরো প্রতিবেদনের কেবল শেষের ৩ লাইনে নকল পিস্তলের তথ্যটি দেয়া হয়েছে।

স্ক্রিনশট

 

সমকাল পত্রিকাটিও একি ধরণের বিভ্রান্তিকর শিরোনামে প্রতিবেদন ছাপায়, “ছাত্রলীগ নেতার জন্মদিনে ‘পিস্তল’ উঁচিয়ে মহড়ার ভিডিও ভাইরাল”। সমকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংবাদটি পোষ্ট করে ক্যাপশনে লেখা হয় “নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহর জন্মদিনে ‘অস্ত্র’ উঁচিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভাতিজা কেএম শোভন…” মূল ঘটনাটির কোন বিবরণ শিরোনাম বা ক্যাপশনে না থাকার ফলে সাধারণ পাঠক সেখানে বিভ্রান্ত হন।

 

সাধারণ পাঠকদের বিভ্রান্ত হবার নমুনা

 

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে, দৈনিক যুগান্তর বিভ্রান্তি এড়াতে তাদের শিরোনামে ‘অভিনীত নাটক’ শব্দ দুটি ব্যবহার করেছে। “ছাত্রলীগ নেতা অভিনীত নাটকে পিস্তল উঁচিয়ে মহড়ার ভিডিও নিয়ে তোলপাড়” শীর্ষক প্রতিবেদনটি পড়ুন এখানে।

স্ক্রিনশট

 

বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমানের একটি ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হলে ফ্যাক্টওয়াচ টিম তথ্যটি যাচাই করার সিদ্ধান্ত নেয়। মূলত ভাইরাল ভিডিও ক্লিপটি একটি শর্ট ফিল্ম থেকে নেয়া অথচ কিছু গনমাধ্যমের শিরোনাম পড়লে তা বাস্তবে ঘটেছে বলে মনে হতে পারে। ফলে এধরণের শিরোনামগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

 

Leave a Reply