আয়াত হত্যায় আবিরের মৃত্যুদণ্ডের ভূয়া দাবি

Published on: January 4, 2023

আয়াত হত্যা মামলায় “হত্যাকারী” আবিরকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত — শিরোনামে সম্প্রতি একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে জানা যায়, এই্ দাবি ভিত্তিহীন। এই মামলার এখনো কোনো রায় হয়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়া ভাইরাল এই প্রতিবেদনটি ‘নিউজ বাংলা টোয়েন্টিফোর’ প্রকাশিত ৪ ডিসেম্বরের একটি প্রতিবেদন থেকে হুবুহু নকল করা হয়েছে। পরবর্তীতে মূল শিরোনাম পরিবর্তন করে মৃত্যুদণ্ডের দাবিটি জুড়ে দেয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এমন শিরোনামসহ ফেসবুক পোস্টগুলো মিথ্যা।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

বিভিন্ন ওয়েবপোর্টাল থেকে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল এসব প্রতিবেদনে বলা হচ্ছে, আয়াতের হত্যাকারী আবিরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে এর বিস্তারিত অংশে কোথাও মৃত্যুদণ্ডের উল্লেখ পাওয়া যায়নি।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

ভাইরাল প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধান করা হলে, আয়াত হত্যা মামলার এমন কোনো রায় হয়েছে বলে দেশের প্রথম সারির সংবাদমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রথম আলো এবং ডেইলি স্টারসহ দেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ করে আয়াত হত্যা মামলার সম্পর্কে সর্বশেষ নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়:

১৫ নভেম্বর, ২০২২ এ নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরে জানা যায় তাকে হত্যা করা হয়েছে। আয়াত হত্যা মামলায় আটক আবির মিয়াকে ২৫ নভেম্বর গ্রেপ্তার করে পিবিআই (পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশন)। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায় প্রায় দেড় মাস আগে থেকেই আয়াতকে হত্যার পরিকল্পনা করছিলো সে। ১৫ নভেম্বর ২০২২ এ শিশুটিকে ধরে নিয়ে গিয়ে গলাটিপে এবং মুখে হিজাব পেঁচিয়ে খুন করা হয় এবং পরে লাশ কেটে তার খন্ডিত অংশ ফেলে দেয়া হয়। ৩০ নভেম্বর আয়াতের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এছাড়া আবিরের মা, বাবা এবং বোনকেও পুলিশ আটক করে এবং রিমান্ডে নেয়। সর্বশেষ ৯ ডিসেম্বর, ২০২২ এ প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, দ্রুত বিচার শেষ করার মাধ্যমে আসামীর ফাঁসি দাবি করছেন আয়াতের পরিবার।

এছাড়া কোথাও মামলার রায় সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। উপরোক্ত প্রতিবেদন থেকে এটি প্রতিফলিত হয় যে, মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে কয়েকটি প্রতিবেদন পড়ুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

অন্যদিকে, ভাইরাল প্রতিবেদনের বিস্তারিত অংশে কোথাও মামলার এমন রায়ের কোনো তথ্য পাওয়া যায়না। পরবর্তীতে প্রতিবেদনগুলো অনুসন্ধান করলে দেখা যায়, ৪ ডিসেম্বর, ২০২২ এ ‘নিউজ বাংলা টোয়েন্টিফোর’ এ প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে সেগুলোর হুবহু মিল পাওয়া যায়।


 

উপরোক্ত প্রতিবেদন দুইটির তুলনা করলে দেখা যাচ্ছে, মূল প্রতিবেদনের সাথে ভাইরাল এই প্রতিবেদনের শতভাগ মিল রয়েছে।


 

প্রতিবেদন দুইটিতে ব্যবহৃত ছবি এবং শিরোনাম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ৪ ডিসেম্বরের পুরনো একটি প্রতিবেদনের শিরোনাম পালটে সম্পূর্ণ ভূয়া শিরোনামে জানুয়ারির ২ তারিখে প্রকাশ করা হয়েছে।

 

অর্থ্যাৎ, বিষয়টি পরিষ্কার যে আয়াত হত্যার রায় এখনো হয়নি তাই এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কি না। এসব পোস্টে ভুয়া শিরোনামে পুরনো একটি প্রতিবেদনকে নতুনভাবে প্রকাশ করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh