আজান এর কারণে ইভনিং প্রাইমরোজ ফুল ফোটে না

Published on: October 14, 2022

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে “আজান ফুল” নামক একটি ফুল শুধুমাত্র আজানের ধ্বনিতেই ফোটে।

তবে ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে “আজান ফুল” বলে দাবি করা ফুলগুলোর ডাকনাম ইভনিং প্রাইমরোজ। এই ফুলগুলো সাধারণত সূর্য অস্ত যাবার পর ফোটে। যেহেতু ঠিক এই সময়ে মাগরিবের আজান দেয়া হয়, এ কারণে মনে হতে যারে যেন আজানের ধ্বনির কারণে ফুলগুলো ফুটছে! কিন্তু আজানের কারণে ইভনিং প্রাইমরোজ ফুল ফোটার কোন প্রমাণ পাওয়া যায় নি । তাছাড়া ইউটিউবে ভিডিওতে দেখা যাচ্ছে, ইভনিং প্রাইমরোজ ফুল আজানের শব্দ ছাড়াও ফুটছে। এই সব কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

এসব পোস্টে বলা হয়েছে-

“আজান ফুল’ আজান শুনলেই আজানের আহ্বানে সাড়া দিয়ে ফোটে, আবার আজান শেষ হলেই বন্ধ হয়ে যায় এই ফুলের পাঁপড়ি। 

‘আজারবাইজান’ নামক দেশে এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের আজানে ৫ বার আজানের সাথে সাথেই এই ফুল ফোটে উঠে। আজান শেষে আবার ফুলের পাঁপড়ি বন্ধ হয়ে যায়। আজানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে এই ফুল ফুটছে না। যতোবারই আজানের শব্দ ওখানে পৌছাচ্ছে, ততোবারই ফুল ফুটছে।

সুবহানাল্লাহ 💗💗”।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ইউটিউবে এ সংক্রান্ত সবচেয়ে পুরনো ভিডিও সম্ভবত Mahmoud নামক একটি ইউটিউব একাউন্ট এর এই ভিডিও।  ২০১০ সালের ১৬ মার্চ CNN চ্যানেলের লোগো সংবলিত ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটির শুরুতে আজানের অডিও শোনা যায় এবং দেখা যায় “আজান ফ্লাওয়ার” প্রস্ফুটিত হচ্ছে।

ইউটিউবে উক্ত ভিডিওটি দেখুন এখানে

একই বিষয় নিয়ে আরো কিছু ভিডিও দেখুন এখানে , এখানে , এখানে

dailymotion নামক ওয়েব সাইটে ৭ বছর আগে ভাইরাল হওয়া ভিডিওটার পূর্ণাঙ্গ ৩ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটা পাওয়া যায়। উক্ত ভিডিওটির নিউজ রিপোর্টের শুরুতে টেক্সটে লেখা রয়েছে “REPORT PREPARED BY LIDER TV AZERBAIJAN.” ভিডিওর ১ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৯ সেকেন্ড সময়কালে বলা হয়েছে “Lider TV Azarbaijan specially for CNN world record.” এর থেকে বোঝা যায় উক্ত ভিডিওটি Lider TV তৈরি করেছে।

dailymotion নামক ওয়েব সাইটে ভিডিওটি দেখুন এখানে।

ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সিএনএন টিভিতে আজারবাইজান এর লোকাল টিভি চ্যানেল ‘লিডার টিভি’ র একটি রিপোর্ট সম্প্রচার করা হয়েছিল । ইউটিউবে সেই রিপোর্ট টাই দেখানো হয়েছে । লিডার টিভির রিপোর্টারের নাম ফুয়াদ তাগাজাদি । ভিডিওতে সিএনএন এর লোগো দেখা গেলেও এটা মূলত লিডার টিভির বানানো প্রতিবেদন । সিএনএন এর কোন সাংবাদিক  আজারবাইজানে গিয়ে এই প্রতিবেদন এর ফ্যাক্ট চেক করেনি , স্থানীয় সাংবাদিক এর প্রতিবেদনই সরাসরি সম্প্রচার করে দিয়েছে।

প্রতিবেদনে আমাদের নিয়ে যাওয়া হয়েছে আজারবাইজান এর শাকিরেট নামে এক গ্রামে মোহাম্মদ রহিম এলদোরাদ এর ফুলের খামারে । রহিম সাহেবের কাছে অনেক ফুলের সংগ্রহ আছে । তিনি ১৫ বছর ধরে বিভিন্ন ধরনের ফুলের গাছ সংগ্রহ করেন। সাংবাদিককে রহিম জানান, তার সংগ্রহে থাকা ফুলগুলোর ভিতর একটা ফুল খুব অদ্ভুত যেটা আজানের শব্দে প্রস্ফুটিত হয়। ভিডিওতে দেখানো হল মসজিদের মাইকে আজান দিচ্ছে আর সেই সাথে ফুল ফুটছে । লক্ষ করার ব্যাপার হল, ক্যামেরা ফোকাস করা হয়েছিল কেবল একটি ফুলের ওপরেই । পুরো ফুলগাছ বা বাগানের সব ফুলের ওপরে না । এখান থেকে অনুমান করা যায়, গাছের বা বাগানের সব ফুল একসাথে আজানের সময় ফোটে না । যদি একসাথে আজানের শব্দ শুনে সব ফুল ফুটত তাহলে নিশ্চয়ই ক্যামেরায় একসাথে সবগুলাকেই  দেখাত ।

লিডার টিভি

উইকিপিডিয়ার তথ্যমতে Lider TV আযারবাইজানের একটি প্রাইভেট টিভি চ্যানেল যেটা ২০০০ সালে পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। Lider TV ২০২০ সালের ১৬ই জুন নিজেদের দেউলিয়া ঘোষণা করে এবং ২০২১ সালের পয়লা জুন বিলুপ্ত হয়ে যায়।

উইকিপিডিয়ার তথ্যটি দেখুন এখানে

ফ্যাক্ট-ওয়াচ Lider TV -এর কোন অফিশিয়াল  ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পায়নি। তাদের অফিসিয়াল ওয়েব সাইট এর ডোমেইন এর মেয়াদ বর্তমানে শেষ হয়ে গিয়েছে।

তবে একই নামে অর্থাৎ Lider TV নামে ইউরোপের দেশ জর্জিয়ার একটি টিভি চ্যানেলের অনুসন্ধান মেলে। তবে তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল (দেখুন এখানে,এখানে) এখান থেকে আজারবাইজান এর আজান ফ্লাওয়ার এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি ।


ইভনিং প্রাইমরোজ

অনলাইনের বিভিন্ন ফোরাম এবং ফেসবুকের বিজ্ঞানভিত্তিক গ্রুপের আলোচনা থেকে জানা যাচ্ছে, ভাইরাল হওয়া আজান ফুলটি মূলত “ইভনিং প্রাইমরোজ” নামে পরিচিত। এই ফুলের বৈজ্ঞানিক নাম Oenothera biennis . ইভনিং প্রাইমরোজ ফুল উত্তর আমেরিকার একটি স্থানীয় ফুল। ১৬০০ সালের দিকে এই ফুল ইউরোপে নিয়ে আসা হয় এবং এরপর আস্তে আস্তে এই ফুল সারাদেশে ছড়িয়ে পড়তে থাকে। এই ফুল সন্ধ্যার সময় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় ফোটে এবং খুব দ্রুত ফোটে এবং দুপুরের শুরু পর্যন্ত প্রস্ফুটিত অবস্থায় থাকে। যেহেতু বিকেলে ফোটে এ জন্য এই ফুলের নাম ইভিনিং প্রাইমরোজ হয়েছে।

primerose ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে , এবং এদের ফুল ফোটার সময়ের ভিন্নতা রয়েছে । সাধারণ প্রাইমরোজ (বৈজ্ঞানিক নাম -Primula vulgaris) গুলো পরাগায়নের জন্য প্রজাপতির উপর নির্ভর করে। যেহেতু প্রজাপতি দিনের আলোয় উড়ে বেড়ায়, তাই এই প্রজাতির প্রাইমরোজ দিনের আলোয় ফোটে।

অন্যদিকে ইভনিং প্রাইমরোজ পরাগায়নের জন্য মথ জাতীয় পোকার উপর নির্ভর করে। এই পোকার বিচরণকাল হল সন্ধ্যা । তাই ইভনিং প্রাইমরোজ সন্ধ্যায় ফোটার জন্য বিবর্তিত হয়েছে।

ইভনিং প্রাইমরোজ সম্পর্কে বিস্তারিত জানতে sfgate, gardenerspath এবং উইকিপিডিয়ার নিবন্ধ পড়ুন।

২০১৯ সালের ৮ই জানুয়ারি ইসরায়েলের THE TIMES OF ISREAL পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া যায় যার শিরোনাম বাংলায় অনুবাদ করলে হয় “ইসরায়েলের বিজ্ঞানীরা এক ধরনের ফুল পেয়েছেন যে ফুলগুলো আশেপাশের মৌমাছির শব্দ শুনতে পায়।”

উক্ত প্রতিবেদন থেকে জানা যায় তেল আবিব ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন যে তারা একটি ফুলের সন্ধান পেয়েছেন যা মৌমাছি এবং পতঙ্গের আশেপাশে থাকার শব্দ শুনতে পেয়ে পরাগায়ণের জন্য অধিক এবং মিষ্ট মধু উৎপন্ন করে।

বিজ্ঞানীরা এই কাজে ইভনিং প্রাইমরোজ ফুল ব্যবহার করে। বিজ্ঞানীরা এই কাজে মৌমাছির উড়ার শব্দ এবং একই ফ্রিকুয়েন্সির কৃত্রিম শব্দ ব্যবহার করে।

এই পরীক্ষায় দেখা যায় ফুলের পাপড়ি নিজেই উদ্ভিদের শ্রবণ সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে যখন পরাগায়নকারীদের ডানা দ্বারা উত্পাদিত কম্পাঙ্কে শব্দ তরঙ্গগুলি অতিক্রম করার সময় ফুলের পাপড়িগুলো কম্পিত হয়। কিন্তু ফুলগুলো অন্য ফ্রিকুয়েন্সির শব্দগুলোতে কোন প্রতিক্রিয়া দেখায় না।

THE TIMES OF ISREAL পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদনটি দেখুন এখানে-

কিন্তু উক্ত গবেষণায় জানা যায় নি, শব্দের কারণে ফুল প্রস্ফুটিত হয় কি না।

উল্লেখ্য Lider TV এর নিউজে ইভিনিং প্রাইমরোজ আযানের শব্দের জন্য ফোটে কিনা

এ ব্যাপারে কোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়নি। তাছাড়া এই বিষয়ের উপর কোন গবেষণাও ফ্যাক্টওয়াচ খুঁজে পায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে শুধু আজান দিলে ফুল ফুটে এ কথা বলা হয়েছে, কিন্তু কোন কোন আজানের সময় ফুল ফোটে তা বলা হয়নি। মুসলিম ধর্মাবলম্বী মানুষ প্রার্থনার জন্য সাধারণত দিনে পাঁচবার আজান দেয়। এর ভিতর মাগরিবের আজান দেওয়া হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। যেহেতু ইভনিং প্রাইমরোজ ফুলও এই সময় ফোটে, তাই এই ফুল আযানের শব্দে ফোটে বলে মনে হয়ে থাকতে পারে। তবে মাগরিব বাদে অন্য কোন সময় এই ফুল ফোটার সম্ভাবনা কম। তবে বছরের বিভিন্ন সময় ওয়াক্তের সময়ভেদে আছর কিংবা এশার ওয়াক্তেও আজানের সময় এটা ফুটতে পারে।

ফ্যাক্ট-ওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে ইভনিং প্রাইমরোজ মূলত উত্তর আমেরিকার একটি স্থানীয় ফুল। উত্তর আমেরিকায় মুসলমান জনসংখ্যা অনেক কম এবং উত্তর আমেরিকার দেশগুলোতে মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বসবাস করে। পিউ রিসার্স সেন্টারের ২০১০ সালের তথ্যমতে উত্তর আমেরিকার দেশগুলোর ভিতর ট্রিনিদাদ এন্ড টোবাগোয় ৬%। মুসলিম জনসংখ্যার বিচারে এরপরের দুই অবস্থানে কানাডা ২.১% এবং যুক্তরাষ্টে ১.১%। যেহেতু উত্তর আমেরিকায় মুসলিমদের সংখ্যা অনেক কম সেহেতু এসব দেশে সব মসজিদ কম। এসব দেশের সব অঞ্চলে মসজিদ থাকবে না। কিন্তু এসব দেশে এই ফুলগুলো জন্মায় এবং স্বাভাবিকভাবে ফোটে।

আমেরিকা মহাদেশে ইসলামী জনসংখ্যা এবং উত্তর আমেরিকার দেশগুলো সম্পর্কে উইকিপিডিয়া থেকে জানুন এখানে,এখানে

ইভনিং প্রাইমরোজ ফুল আজানের শব্দ ছাড়াও ফোটে — ইউটিউব থেকে এমনই কিছু ভিডিও দেখুন এখানে,এখানে, এখানে


অন্যান্য ফ্যাক্টচেকারদের অনুসন্ধান

IFCN এর অন্যতম সিগনেটরি এবং ইন্দোনেশিয়ার ফ্যাক্টচেকিং সংস্থা , লিপুতান চেক ফাক্টা গত ২০২০ সালের ৩রা জানুয়ারি তারিখে ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় আজান ফ্লাওয়ার নিয়ে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছিল। এখানে তারা সিদ্ধান্ত দিয়েছে, ভিডিওতে দেখানে প্রাইমরোজ ফুলটি আজান দেওয়ার কারণে ফুটছে না। ভাইরাল এই দাবিটি মিথ্যা ।

বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠন এই পোস্টে জানাচ্ছে, এই ফুলের বৈশিষ্ট্য হল ফুলটি সম্পূর্ণ ফুটতে সময় নেয় খুব কম । প্রায় ১ মিনিট এর মধ্যেই ফুলের সব গুলো পাপড়ি ফুটে যায় । আজান দিতেও কিন্তু সময় লাগে এক মিনিটের মতই । আসর/মাগরিব/ইশার আজানের সময়েই ফুলটিকে কেউ ফুটতে দেখে সম্ভবত এই ফুলের ওপরে অলৌকিকত্ব আরোপ করেছে ।

—- আজান এসেছে ৬০০ সালের পরে । আর মাইক্রোফোনের বিকাশ ঘটেছে ১৯০০ সালের পরে । অন্যদিকে  ইভনিং প্রাইম রোজ এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় প্লাইস্টোসিন যুগেও (আজ থেকে ২৫ লাখ বছর আগে) ।

এই দীর্ঘ সময়ে ইভনিং প্রাইম রোজ প্রাকৃতিক নিয়মেই ফুল ফুটিয়েছে ,পরাগায়ন ঘটিয়েছে , ফল এবং বীজ হয়েছে এবং মারা গিয়েছে । আজান এর ধ্বনির জন্য সে অপেক্ষা করেনি বা বর্তমানের আজান এর শব্দে তার কোন লাভ ক্ষতি হয় না । মেক্সিকোর যে সব অমুসলিম এলাকায় ইভিনিং প্রাইম রোজ জন্মায় ,সেখানে কখনো কেউ আজান দেয় না, কিন্তু প্রাইম রোজ সেখানে ও নিয়মিতভাবে সন্ধ্যায় ১ মিনিটের ভেতরে ফুল ফুটিয়ে যাচ্ছে ।

জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক গ্রুপ Science Bee এ Shah Reyajur Rahman Raj জানাচ্ছেন, এই প্রজাতির বেশিরভাগ ফুলগাছগুলোতে জুন-সেপ্টেম্বর মাস পর্যন্ত ফুল আসে এবং ফুলগুলো মূলত প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী ২ঘন্টা পর্যন্ত সময়কালে প্রস্ফুটিত হয়ে  থাকে। তবে ক্ষেত্রবিশেষে এই ফুল কখনো কখনো সূর্যাস্তের কিছুটা আগেও ফুটতে পারে।

 ফুল প্রস্ফুটনের পরেরদিন মধ্য-সকাল পর্যন্ত ফুলের পাঁপড়ি খোলা থাকে ও এরপর ধীরে ধীরে ফুল শুকিয়ে মাটিতে ঝরে যায়।

অথচ CNN এর বিজ্ঞপ্তির আলোকে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে যে এই ফুল নাকি শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান দিলেই ফোটে এবং আজানের পর এই ফুলের পাপড়িগুলো নাকি বন্ধ হয়ে যায়!!

আবার বলা হচ্ছে, বিজ্ঞানীরা নাকি অনেক গবেষণা করে এর সমাধান বের করতে পারেনি। কিন্তু সেই বিজ্ঞানীদের গবেষণা কোন জার্নালে প্রকাশ করা হয়েছে তার কিছুই উল্লেখ করা হয়নি নিউজে। যাইহোক, আমার প্রশ্ন হচ্ছে সেই বিজ্ঞানীরা কি জানেনা যে, ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরের পিয়ার রিভিউড জার্নালে রিসার্চপেপার পাবলিশ করতে না পারলে সেই গবেষণার কোনো মজবুত ভিত্তি থাকেনা??

তবে নিজ উদ্যোগে ইন্টারনেটে অনেক খোঁজাখুজি করেও পিয়ার রিভিউড তো দূর থাক এই ফুল নিয়ে কোনো গবেষণাপত্রই খুজে পেলাম না!!!

আরেকটি বিজ্ঞান গ্রুপ ‘ব্যাঙের ছাতার বিজ্ঞান’ ও এই দাবিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে।

সারমর্ম

ইভনিং প্রাইমরোজ ফুল সূর্য অস্ত যাবার সময় কাছাকাছি সময়ে ফোটে এবং ঠিক এই সময় মাগরিবের আযান দেয়। এ কারণে কেউ কেউ মনে করেন আজানের ধ্বনির কারণে ফুলগুলো ফুটছে। কিন্তু আজানের কারণে ইভনিং প্রাইমরোজ ফুল ফোটার কোন প্রমাণ ফ্যাক্ট-ওয়াচ পায়নি। তাছাড়া ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ইভনিং প্রাইমরোজ ফুল আজানের শব্দ ছাড়াও ফুটছে। এই কারণে ফ্যাক্ট-ওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh