মিজানুর রহমান আজহারী কি ভিপি নূরের রাজনৈতিক দলে যোগ দেবেন?

Published on: November 13, 2021

৯ নভেম্বর ২০২১ তারিখে Viral Media নামের একটি ফেসবুক পেজ থেকে “ব্রেকিং নিউজ! ভিপি নুরের দলে যোগ দিবে আজহারী/যা বললেন ভিপি নুর” ক্যাপশনে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। মূলত Changetv.press কে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, মাওলানা মিজানুর রহমান আজহারীর মতন ইসলামিক ব্যক্তিত্বদের দেশের রাজনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। মিজানুর রহমান আজহারী তার দলে যোগ দিবেন বা দিচ্ছেন এমন কিছু তিনি বলেননি।

সম্প্রতি “ব্রেকিং নিউজ! ভিপি নুরের দলে যোগ দিবে আজহারী/যা বললেন ভিপি নুর” ক্যাপশনে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।



ভাইরাল হওয়া ভিডিওতে উপস্থাপকের কথা ধরে অনুসন্ধান চালিয়ে মূল প্রতিবেদনটি খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ। ৮ নভেম্বর ২০২১ Changetv.press নামক একটি ইউটিউব চ্যানেল থেকে “মাওলানা আজহারিকে অন্যরকম আহ্বান জানালেন ভিপি নুর!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি বলছে,

“মালয়েশিয়া প্রবাসী ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী কে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদে যোগ দেবার আহবান জানালেন ডাকসু’র সাবেক ভিপি এবং দলটির সদস্য সচিব নুরুল হক নূর। চেঞ্জ টিভির সাথে আলাপকালে নুরুল হক নূর বলেন, মিজানুর রহমান আজহারী তরুন প্রজন্মের কাছে জনপ্রিয়। তার উচিৎ গণ অধিকার পরিষদের মতন নতুন ধারার রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া।

মিজানুর রহমান আজহারী কে নিয়ে দেশের ভেতর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নুরুল হক নুর আরও বলেন, আজহারীর মতন জনপ্রিয় তরুনরা গণ অধিকার পরিষদে এলে দেশের ইতিবাচক পরিবর্তন হওয়া সম্ভব। একজন সচেতন নাগরিক হিসেবে মাওলানা আজহারীর রাজনীতিতে যোগ দেয়া সময়ের অপরিহার্য দাবি এবং একজন ইসলামিক আলোচক হিসেবে তার এ বিষয়ে ভেবে দেখা উচিৎ বলেও মন্তব্য করেন নুরুল হক নূর।“

এরপর প্রতিবেদনটিতে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নূরের একটি অডিও সাক্ষাৎকার তুলে ধরা হয়। সাক্ষাৎকারটিতে তিনি বলেছেন,

“বিশেষ করে বাংলাদেশ একটা মুসলিম জনসংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে স্বাভাবিকভাবেই দেশে আলেম ওলামাদের, ইসলামিক ব্যক্তিত্বদের একটা গুরুত্ব সমাজে আছে এটা অস্বীকার করা কোনো ওয়ে (পথ) নেই। আর মিজানুর আজহারী সাহেব একজন তরুন ইসলামিক চিন্তাবিদ। বিশ্লেষক হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য। যদিও সরকারের রোষানলে পড়ে তিনি এখন দেশের বাইরে আছেন। দেশে আসতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারপরেও আমরা মনে করি দেশের এই সংকট থেকে পথ উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে আগামীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। সেক্ষেত্রে তাদের মতন ব্যক্তিদের তো অবদান রাখার সুযোগ আছে। তাদের রাজনীতিতে আসা টা দরকার।“

উল্লেখ্য যে, ২৬ অক্টোবর ২০২১ তারিখে ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি দলের ঘোষণা দেয়া হয় যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য। দলটির আহ্বায়ক হিসেবে আছেন ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পেয়েছিলেন এবং পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন।

উক্ত প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই, মিজানুর রহমান আজহারী যোগ দিচ্ছেন নুরুল হক নূরের রাজনৈতিক দলে। এ বিষয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলো কোনো সংবাদ প্রচার করে নি। মিজানুর রহমান আজহারীও এ বিষয়ে কিছু জানাননি। তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় নি। কেবলমাত্র Changetv.press এর প্রতিবেদনটি সূত্রে জানা গেছে, মিজানুর রহমান আজহারীকে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দেবার আহবান জানিয়েছেন ডাকসু’র সাবেক ভিপি এবং দলটির সদস্য সচিব নুরুল হক নূর। ক্যাপশনে সেটি উল্লেখ না করে “ভিপি নুরের দলে যোগ দিবে আজহারী” উল্লেখ করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply