ভূয়া সাহায্য প্রতারণা: ভারতীয় শিশুকে বাংলাদেশী মরিয়ম দাবি

Published on: May 28, 2023

সম্প্রতি একটি ভাইরাল পোস্টে ‘মরিয়ম’ নামক অসুস্থ একটি বাচ্চার ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে ।  কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিগুলো বাংলাদেশী কোনো শিশুর নয়, বরং ভারতীয় শিশু চারণ্যের।  এলএডি নামক একটি ইমিউন ঘাটতির রোগে আক্রান্ত হয়েছিল চারণ্য। পরে গণ-অর্থায়নে চিকিৎসা পেয়ে সুস্থও হয়ে গেছে। এসব কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

ভাইরাল পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে,এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ১৯শে নভেম্বর ২০২১ সালে Impact Guru নামক গণঅর্থায়নমূলক দাতব্য সংস্থার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে চিকিৎসার সাহায্য চেয়ে দুইটি ভিডিও আপলোড করা হয়। ভিডিও দুইটিতে চারণ্য নামক একটা মেয়ে শিশুর চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন করা হয়। ভিডিওটিতে থাকা শিশু চারণ্যের সাথে ভাইরাল হওয়া মরিয়মের হুবহু মিল পাওয়া যায়। 

১৯শে নভেম্বর, ২০২১ সালে Impact Guru –তে প্রকাশিত ১৫ সেকেন্ডের ভিডিওতে চারণ্যের মা তার শিশুটিকে বাঁচাতে সবার কাছে সাহায্য চাচ্ছেন। উক্ত ভিডিওতে চারণ্যের মা বলেছেনডাক্তার বলেছে চিকিৎসা না করলে শিশুটি তিন বছর বাঁচবে।উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যাচ্ছে চারণ্যের বয়স মাস। সে একটি বিরল প্রাণঘাতি রোগে আক্রান্ত। তার ক্ষত নিরাময় হয় না এবং সে সবসময় ব্যথায় থাকে।

 

Impact Guru থেকে ২১শে নভেম্বর, ২০২১ সালে অর্থ্যৎ একই দিনে একই ক্যাপশনে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। সেখান থেকে আরও জানা যাচ্ছে চারণ্যের চিকিৎসার জন্য আর একমাস সময় আছে। তার দেহে একটি ফোলা ছিল যা পরে একটি বড় ক্ষতে পরিণত হয়। এই কারণে তার অনেক ব্যথা হয়। তার হিমোগ্লোবিনের ঘাটতি আছে এবং সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তার বাবামা শিশুটির এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। চারণ্যের বাবা একজন কৃষক এবং তিনি ঋণে জর্জরিত। তার পক্ষে তার মেয়ের চিকিৎসা করা দুস্কর। একারণে তারা সকলের কাছে তার শিশুকে বাঁচাতে আর্থিক সহায়তা চাচ্ছেন। 

 

Impact Guru –তে চিকিৎসা তহবিল সংগ্রহের জন্য তাদের ওয়েবসাইটের যে লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করলে দেখা যাচ্ছে তহবিল সংগ্রহ শেষ হয়েছে। শিশু চারণ্যের চিকিৎসার জন্য আর কোন অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না। 

 

২০শে জানুয়ারি, ২০২২ সালে Impact Guruএর অফিশিয়াল ফেসবুক পেজে তহবিল সংগ্রহের মাধ্যমে যাদের চিকিৎসা সফল হয়েছে, এমন তিনজনকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। সেখানে চারণ্যের সফল সার্জারি হবার নিউজটিও পাওয়া যায়। চারণ্যের ব্যাপারে ভিডিওতে বলা হয় ৪০০০ সহৃদয়বান নেটিজেন চিকিৎসা তহবিল সংগ্রহে সাহায্য করে। এতে ৩২.৯৯ লাখ ভারতীয় রুপি তহবিল সংগ্রহ করা সম্ভব হয়। একারণে সিদ্দেশ্বরীপার কৃষক পরিবারের মেয়ে শিশু চারণ্যের জীবন রক্ষাকারী সার্জারি করা সম্ভব হয়। ভিডিওতে চারণ্যের দ্রুত সুস্থতা কামনা করা হয়। 

 

পূর্বে একই পোস্ট ভাইরাল হাওয়ায় বাংলাদেশি ফ্যাক্টচেকিং সংস্থা Boom এবং Rumor Scanner Bangladesh ২০২২ সালের এপ্রিল মাসে ফ্যাক্টচেকিং রিপোর্ট প্রকাশ করেছিলো। তাদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে চারণ্য বেঙ্গালুরুর Aster CMI Hospital হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলো। Boom এর রিপোর্টে Aster CMI Hospital এর অফিশিয়াল একটি ডকুমেন্ট পাওয়া যাচ্ছে। চারণ্য  এলএডি (লিউকোসাইট অ্যাডেসন ডেফিসিয়েন্সি ইংরেজিতে Leukocyte Adhesion Deficiency) নামক এক বিরল মরণঘাতী রোগে আক্রান্ত হয়েছিলো। এই রোগের কারণে ইমিউনের (দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা) ঘাটতির সাথে জীবননাশকারী ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা যায়। এই রোগের একমাত্র চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant)।বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলো অসুস্থ বোন ম্যারো গ্রহিতার সাথে কোন সুস্থ ব্যক্তির বোন ম্যারো দাতার ম্যাচিং হলে সুস্থ ব্যক্তির বোন ম্যারো সংগ্রহ করে স্টিম সেলের মাধ্যমে অসুস্থ ব্যক্তির বোন ম্যারোর জায়গায় প্রতিস্থাপন করা হয় এবং অসুস্থ ব্যক্তির বোন ম্যারো থেরাপি দিয়ে ধ্বংস করে ফেলা হয়। এই রোগের চিকিৎসার জন্য ২০২২ লাখ রুপি প্রয়োজন। 

Aster CMI Hospital হাসপাতালের ডকুমেন্ট দেখুন এখানে

 

Boom Bangladesh এবং Rumor Scanner Bangladeshএর ফ্যাক্টচেকিং রিপোর্টগুলো দেখুন এখানে, এখানে 

ভাইরাল পোস্টগুলোতে সাহায্য পাঠাতে বিকাশ এবং রকেটে একাউন্ট নাম্বার দেওয়া হয়েছে। সেই নাম্বার ট্রু কলার অ্যাপে সার্চ দিলেমোশিয়ার মানিকগঞ্জনাম পাওয়া যায়। মোশিয়ার মানিকগঞ্জের নাম্বারে কল দিলে তিনি নিজেকে মোশিয়ার বলে দাবি করেন এবং তার শিশু কন্যা মরিয়ম অসুস্থ বলে জানান। মরিয়মের জেনেটিক্স সমস্যা হয়েছে এবং সে ক্যান্সার ইন্সটিটিউটে ভর্তি এবং তার রেডিও থেরাপি চলছে বলে তিনি জানান। মোশিয়ার ইসলামের কাছে মেয়েটির বর্ণনা জানতে চাইলে তিনি ভাইরাল পোস্টে থাকা শিশুটির ছবির বর্ণনা দেন। তাঁর শিশুটির সাথে ভারতীয় চারণ্যের ছবির সাদৃশ্যের কথা জানানো হলে  তিনি তা অস্বীকার করেন। এবং ফোনটি কেটে দেন। তারপর তাকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।

 

সিদ্ধান্ত:

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভাইরাল পোস্টটিতে থাকা শিশুটিকে মরিয়ম নয়, তার নাম চারণ্য। আর চারণ্য বাংলাদেশী নয়, বরং ভারতীয় শিশু ।  এলএডি নামক এক মরণব্যাধি রোগে আক্রান্ত হয়েছিলো চারণ্য, ভাইরাল পোস্টে বর্ণিত টিউমার নয় ২০ জানুয়ারি, ২০২২ সালে Impact Guru নামক ভারতভিত্তিক গণ-অর্থায়ন সংস্থার  অফিশিয়াল ফেসবুক পোস্ট থেকে জানা যায় চারণ্যের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। একারণে চারণ্যের জন্য এখন কোন তহবিল সংগ্রহ করা হচ্ছে না। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকেমিথ্যাহিসেবে চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh