Published on: [August 18,2021]
![]() |
গুজবের উৎস
https://worldnews88.com/ ওয়েব পোর্টালে প্রকাশিত একটি খবর শেয়ারের মাধ্যমেই ফেসবুকে এই গুজবটা ছড়িয়ে পড়ে। ১৫ই আগস্ট সন্ধ্যা ৭ টার পর থেকে কয়েকটা ফুটবল সমর্থক গ্রুপ সহ একাধিক গ্রুপে এই খবরটা দেখা যায়। মাত্র দুইটা ফেসবুক আইডি ( ফোরকান আলম এবং মোহাম্মাদ জাহিদ হাসান) থেকেই এই খবরটা ছড়ানো হয়। ফ্যাক্ট ওয়াচ এমন ২৩ টা ফেসবুক পোস্ট সনাক্ত করেছে। এগুলো হল, – ১, ২ ,৩ , ৪ , ৫ , ৬ , ৭ , ৮ , ৯ , ১০ , ১১ , ১২ , ১৩ , ১৪ , ১৫ , ১৬ , ১৭ , ১৮ , ১৯ , ২০ , ২১ , ২২ , ২৩
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ওয়ার্ল্ড নিউজ ৮৮ এর ওয়েবসাইটে মূল খবরে গিয়ে দেখা গেল, সেখানে শিরোনামে বরিশাল এবং বাবা-মেয়ের কথা বলা থাকলেও ভিতরে ভারতের গুজরাটের সম্পূর্ণ ভিন্ন একটি খবর রয়েছে।
ছবিতে কোনো ছবি দেয়া নেই। তবে ফেসবুকে শেয়ার করা লিংকের থাম্বনেইলে যে ছবি রয়েছে, সেটা সার্চ করে দেখা গেল, ২০১৬ সাল থেকেই ছবিটি অনলাইনে রয়েছে। তবে সেই খবরের শিরোনাম ছিল- ভালোবেসে ৬০ বছর বুড়োকে বিয়ে করলেন ১৪ বছরের কিশোরী । একাধিক ওয়েবপোর্টালে তখন এই ছবিটা দেখা যায়। ( যেমন দেখুন এখানে , এখান, এখানে )
বলা বাহুল্য, এই ছবির সত্যতাও যাচাই করা যায়নি। নাইজেরিয়ার ৬০ বছর বয়সী এক ব্যবসায়ীর সাথে ভারতের ১৪ কিংবা ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের খবর ২০১৬ সালে পাওয়া গেলেও, সেই ঘটনার সাথে এই ছবি মিলছে না। ( বিস্তারিত দেখুন বুম বাংলাদেশ এর এই ফ্যাক্ট চেকিং রিপোর্টে)
তবে সাম্প্রতিক সময়ে বরিশালে এমন কোন ধর্ষণ ও বিয়ের খবর মূলধারার কোনো সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে না। ভাইরাল হয়ে যাওয়া সংবাদটির বিস্তারিত অংশেও বরিশালের কথা নেই। শিরোনামে “বরিশাল” শব্দটি ক্লিকবেইট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই, ফ্যাক্ট ওয়াচ এই সংবাদটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|