‘বিসিবি ঢাকার অফিসিয়াল জার্সি’ শিরোনামে ভাইরাল ছবিটি বিকৃত এবং দাবিটি মিথ্যা

Published on: December 29, 2021

সম্প্রতি ‘বিসিবি ঢাকার অফিসিয়াল জার্সি’ শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে মূল ছবিটি গত ১১ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম থেকে প্রকাশিত কিছু প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। মূলত ২০২১ টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি উন্মোচন এর ছবি এটি। এই ছবিকেই সম্প্রতি বিকৃত করে “বিসিবি ঢাকা” এর জার্সি দাবি করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ উক্ত বিকৃত ছবিসহ দাবিটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে



উল্লেখিত ফেসবুক পোস্টগুলোতে জার্সি সম্পৃক্ত একটি ছবি দেখতে পাওয়া যায়। উক্ত জার্সিটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা টিমের জার্সি বলে দাবি করা হয়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

উক্ত ভাইরাল ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর কিছু প্রতিবেদন সামনে আসে। “Tigers to don recyclable jerseys at T20 WC” শিরোনামে ১১ অক্টোবর ২০২১ তারিখে প্রকাশিত দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে একইরকম ছবিটি দেখতে পাওয়া যায়। ছবিটি গত টি২০ বিশ্বকাপের বাংলাদেশ দলের জার্সি উন্মোচন এর ছবি বলে জানা যায়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ডের মাধ্যমে সার্চ করে আড়ং বাংলাদেশের ওয়েবসাইট থেকে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

মূলত, উক্ত জার্সিতে “BANGLADESH” এর নাম মুছে “DHAKA” লিখে জার্সিটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা টিম এর জার্সি বলে দাবি করা হয়। অর্থাৎ, বর্তমানে ভাইরাল ছবিটি পুরনো একটি ছবিকে বিকৃত করে প্রকাশ করা হচ্ছে।

একই বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আরেকটি প্রতিবেদন দেখুন এখানে

অন্যদিকে, “বিসিবি ঢাকা” দল বলতে কোন অফিসিয়াল দল খুঁজে পাওয়া যায়নি। তবে গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে একাত্তর টেলিভিশন প্রকাশিত “বিপিএল- এর ঢাকা দল চালাবে বিসিবি” শিরোনামে একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিপিএলে থাকা ঢাকা দলের ফ্রেঞ্চাইজি বদল হয়েছে।  “পেমেন্ট জটিলতায়” রূপা ফেব্রিক্স এবং মার্ন স্টিলের ফ্রেঞ্চাইজি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিপিএলে ঢাকা দল পরিচালনা করবে বিসিবি। তবে এখনো তাদের অফিসিয়াল কোনো জার্সির ছবি খুঁজে পাওয়া যায়নি।

একাত্তর টিভির প্রতিবেদনটি দেখুন এখানে

একই বিষয়ে দ্য ডেইলি স্টারের আরেকটি প্রতিবেদন দেখুন এখানে

ধারণা করা যায়, এই খবরের প্রেক্ষিতেই বর্তমানে “বিসিবি ঢাকা দলের জার্সি” শিরোনামে এমন একটি ছবি প্রকাশিত হচ্ছে।

অতএব, বিষয়টি পরিষ্কার যে টি২০ বিশ্বকাপ ২০২১ এর বাংলাদেশ জাতীয় দলের জার্সির ছবিটিকে বিকৃত করে “বিসিবি ঢাকা” দলের জার্সি বলে প্রচার করা হচ্ছে। তাই বিকৃত ছবি এবং মিথ্যা শিরোনামে প্রকাশিত এই ছবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply