বিসিবি সভাপতি পাপনকে নিয়ে শোয়েব আক্তারের বক্তব্যটি দুই বছর আগের

Published on: November 1, 2021

সম্প্রতি “বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে পাপনের পদত্যাগ দাবি শোয়েবের” শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টাল থেকে। একই সাথে “শোয়েব আক্তার বলেছেন বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে পাপনকে বাতিল করতে হবে। পাপন এই পদের যোগ্য নয়” ক্যাপশনে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। মূলত শোয়েব আক্তারের বক্তব্যটির ভিডিওটি দুই বছরের পুরনো। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে বিসিবি সভাপতি কে নিয়ে ক্রিকেটার শোয়েব আক্তার কোনো বক্তব্য দেননি।

সম্প্রতি অনলাইন পোর্টাল থেকে প্রকাশিত কিছু খবর দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখেছে, বিসিবি সভাপতি কে নিয়ে শোয়েব আক্তারের ভিডিওটি দুই বছরের পুরনো। ২৩ অক্টোবর ২০১৯ শোয়েব আক্তারের ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল থেকে “Shoaib Akhtar Supports Bangladesh Cricket Team’s Strike | BCB on the Wrong Footing” শিরোনামে ১০ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি দেখুন এখানে

এই ভিডিও প্রকাশের দুই দিন আগে, ২০১৯ সালের ২১ অক্টোবরে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিলেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সেদিন মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটারদের এই ধর্মঘটকে সমর্থন দিয়ে ২৩ অক্টোবরে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন পাকিস্তানের সাবেক  ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আক্তার। ভিডিওটিতে তিনি বলেন, আমার সোর্স আমাকে জানিয়েছে, তিনি (নাজমুল হাসান পাপন) এই পদের জন্য যোগ্য ব্যক্তি নন এবং বাংলাদেশের ক্রিকেটারদের দাবি অনুযায়ী  তাকে পদত্যাগ করতে হবে। তবে উল্লেখ্য যে, ভিডিওতে তিনি নিজে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করতে বলেননি। অথচ উক্ত ধর্মঘটের ১১ দফা দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগের কোন দাবি ছিলো না। বরং ক্রিকেটাররা কোয়াব (খেলোয়াড়দের সমিতি) এর সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পদত্যাগের দাবি করেছিলেন ১১ দফার প্রথম দাবিতে।

এ বিষয়ে বিবিসি বাংলা এবং ডয়েচে ভেলে বাংলার একটি প্রতিবেদন দেখুন এখানে।


পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে খেলোয়াড়দের ৯ টি দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি যার প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করে খেলায় ফেরার ঘোষণা দিয়েছিল ক্রিকেটাররা৷

অনুসন্ধানে বিসিবি সভাপতি পাপনকে নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের সাম্প্রতিক কোনো বক্তব্য পায়নি ফ্যাক্টওয়াচ। দুই বছরের পুরনো ভিডিওকে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক ফলাফলের প্রেক্ষিতে প্রচার করার কারণে ফ্যাক্টওয়াচ এটিকে বিভ্রান্তিকর সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply