রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ভিডিওটি নয় বছর আগের

Published on: January 12, 2022

সম্প্রতি “ছাত্রলীগ বনাম শিবির চলছে সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা শুরু” ক্যাপশনে ৩২ মিনিটের একটি ভিডিও ফেসবুকে শেয়ার হয়েছে। মূলত ভিডিওটি নয় বছর আগের। ২ অক্টোবর ২০১২ (মঙ্গলবার) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছিল। পুরনো ভিডিওটি তারিখ উল্লেখ না করে নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের দুটি পেজ থেকে শেয়ার হওয়া উক্ত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে।

বিভিন্ন কী-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে উক্ত সংঘর্ষ নিয়ে সময় টেলিভিশন থেকে প্রচারিত দুটি প্রতিবেদন পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। প্রতিবেদন সূত্রে জানা যায়, ২ অক্টোবর ২০১২ (মঙ্গলবার) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর এলাকায় কয়েকজন শিবির কর্মী স্লোগান দিলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একসময় দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ টুকিটাকি চত্বর থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছিল।


সেদিনকার সংঘর্ষ নিয়ে কালের কন্ঠ এবং বাংলানিউজ টুয়েন্টিফোর থেকে প্রকাশিত দুটি প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।


উক্ত তথ্যপ্রমাণ থেকে এটি স্পষ্ট যে, রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ভিডিওটি নয় বছর আগের। পুরনো ভিডিওটি তারিখ উল্লেখ না করে নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply