Published on: December 5, 2022
বিল গেটসের ছেলে ওয়েটারকে ১০০ ডলার বখশিশ দিয়েছে কারণ সে পৃথিবীর সবচেয়ে ধনী লোকের ছেলে এবং বিল গেটস মাত্র পাঁচ ডলার বখশিশ দিয়েছে কারণ সে একজন কাঠুরিয়ার ছেলে – এমন একটি অনুপ্রেরণামূলক গল্প সামাজিক মাধ্যমে শেয়ার হতে দেখা যাচ্ছে। বিল গেটস কোন রেস্টুরেন্টে গিয়ে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলেন কিনা সেটা নিশ্চিত নয় তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে, বিল গেটসের বাবা দ্বিতীয় উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস সিনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের সিয়েটল ভিত্তিক একজন বিশিষ্ট আইনজীবী। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ বিল গেটসের বাবা কাঠুরিয়া ছিলেন – এমন দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে। |
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
শেয়ারকৃত পোস্টগুলোতে বিল গেটসের বাবা কাঠুরিয়া ছিলেন – যে দাবিটি করা হয়েছিল তার সত্যতা যাচাই করতে আমরা অনুসন্ধান করে উক্ত দাবির পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ পাইনি। জানতে পেরেছি যে বিল গেটসের বাবা দ্বিতীয় উইলিয়াম হেনরি গেটস ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। বায়োগ্রাফি.কম অনুযায়ী, বিল গেটস একটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছিলেন।
দ্বিতীয় উইলিয়াম হেনরি গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অন্যতম একজন দাতা এবং পরামর্শক ছিলেন। তাছাড়া, তিনি পোলিও নির্মূল, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস ক্যাম্পেইনে সহায়তা করেছেন এবং এইডস এর ভ্যাকসিন উন্নয়নে আর্থিক সহায়তা দান করেছেন। তিনি ১৪ই সেপ্টেম্বর, ২০২০ এ ৯৪ বছর বয়সে মারা যান। দেখুন এখানে এবং এখানে।
বিল গেটসের বাবা কাঠুরিয়া ছিলেন কিনা এই বিষয়ে ইন্ডিয়া টুডে এবং একটি আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট স্নোপস দুটো ফ্যাক্ট-চেকিং রিপোর্ট প্রকাশ করেছিল। ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে যে, বিল গেটসের বাবা বিল গেটস সিনিয়র একজন সিয়েটল-ভিত্তিক আইনজীবী এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন। স্নোপস এর রিপোর্টে বলা হয়েছে, কোনো ধনাঢ্য ব্যক্তির বাবা কাঠুরিয়া ছিলেন – এটি একটি দৃষ্টান্তমূলক গল্প। কোন একজন সেখানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের নাম ব্যবহার করে পোস্টটি শেয়ার করেছিলেন।
উল্লেখ্য, বিল গেটস মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, একজন লোকহিতৈষী ব্যক্তি, এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ২৮ই অক্টোবর, ১৯৫৫ এ ওয়াশিংটনের সিয়েটলে জন্মগ্রহণ করেন।
সুতরাং, সবকিছু বিবেচনা করে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে আমরা “মিথ্যা” বলে সাব্যস্ত করছি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান। |