এগুলো কি বিএনপির সমাবেশে যোগ দেয়া জামায়াতের গাড়ি?

Published on: October 28, 2022

“বিএনপির সমাবেশে যোগ দিতে নেতারা জামাতি বন্ধুদের রেন্টাল সার্ভিস ব্যবহার করছেন” এই টেক্সট সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে ব্যবহৃত গাড়ির ছবিগুলোর কার্টেসি হিসেবে মাহফুজ আনাম এবং ডেইলি স্টারের নাম উল্লেখ করা হয়েছে। ফ্যাক্টওয়াচ এই ছবিতে ব্যবহৃত গাড়িগুলোর সাথে বিএনপির সমাবেশ কিংবা মাহফুজ আনাম এবং ডেইলি স্টারের কোন সম্পৃক্ততা খুঁজে পায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারকৃত উক্ত ছবিটির কিছু নমুনা দেখুন এখ, এখ, এখ, এবং এখ

গত ২৪ই অক্টোবর, ২০২২ তারিখে Hash Tag BNP নামক একটি ফেসবুক পেইজ থেকে “বিএনপির সমাবেশে যোগ দিতে নেতারা জামাতি বন্ধুদের রেন্টাল সার্ভিস ব্যবহার করছেন” শিরোনাম-সংবলিত একটি ছবি শেয়ার করা হয়। সেখানে তিনটি গাড়ির ছবি ব্যবহার করে একে শিরোনামটির সাথে প্রাসঙ্গিক করবার চেষ্টা করা হয় এবং গাড়ির ছবিগুলোর জন্য কার্টেসি হিসেবে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও তার পত্রিকার নাম উল্লেখ করা হয়। ফ্যাক্টওয়াচ এই ছবিটির ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে সেখানে ব্যবহৃত তিনটি গাড়ির ছবির পৃথক তিনটি উৎস খুঁজে পায়। ছবিগুলো দেখুন এখ, এখ, এবং এখ



অর্থাৎ, গাড়িগুলোর ছবি ফেসবুক এবং ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এই ছবিটি তৈরি করা হয়েছে যার সাথে বিএনপির সমাবেশের কোন সম্পৃক্ততা নেই। ছবিতে থাকা গাড়িটির গায়ে যে শব্দটি আছে (PUTKI) সেটি বিভিন্ন ভাষায় প্রচলিত। তবে, এর মধ্যে ফিনল্যান্ডের ভাষায় এই শব্দটির অর্থ “Tube” যার সাথে গাড়ির মিল আছে। অন্য ছবিতে পাওয়া কোনো কোম্পানির ওয়েবসাইটের শেষাংশ (FI) থেকেও দেশটি যে ফিনল্যান্ড — এই ধারণার পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়। এ থেকে ধারণা করা যাচ্ছে, এটি ফিনল্যান্ডের কোনো রেন্টাল সার্ভিসের ছবি যে কোম্পানির নাম “PUTKI” বা ইংরেজিতে “TUBE”। সেক্ষেত্রে উক্ত ছবিগুলোর সাথে জামায়াতে ইসলামের রেন্টাল সার্ভিস, মাহফুজ আনাম কিংবা ডেইলি স্টারের কোন সম্পৃক্ততা থাকবার কোনো কারণ নেই। সর্বোপরি, এই গাড়ির কোনোভাবেই বিএনপির সমাবেশে ব্যবহৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সুতরাং, ছবিতে থাকা দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh