Published on: December 29, 2022
![]() |
গুজবের উৎস
ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে ,এখানে ,এখানে , এখানে ।
ফেসবুক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
এমন ক্যাপশনযুক্ত ভিডিও দেখে অনেক পাঠকই এটাকে সত্য ঘটনা ভেবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, এত নিরাপত্তার মধ্যেও কিভাবে বোমা ঢুকতে পারে। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে। অনেকে আবার এটাকে নতুন কোনো ষড়যন্ত্র ভেবে মন্তব্য করেছেন। এমন কিছু মন্তব্য দেখুন এখানে-
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজের সামনে মহড়ার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে অংশ নেয় অ্যাভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব, বিমানবাহিনী ও সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর প্রায় ৪ শতাধিক সদস্য।
বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে, যাত্রীদের কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে –এটা ছিল মহড়ার বিষয়বস্তু।
এই মহড়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। যেমন – ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন , কালের কন্ঠ, জনকন্ঠ ইত্যাদি ।
অনেক ফেসবুক ব্যবহারকারী এবং বিভিন্ন পেজ থেকেও এই মহড়ার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট এসেছে । যেমন দেখুন এখানে , এখানে ।
অর্থাৎ, এটা নিশ্চিত যে ২৭শে ডিসেম্বর বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর মহড়াই চলছিল। সেখানে কোনো শক্তিশালী বোমা ছিল না কিংবা বিপদের কোনো আশংকা ছিল না।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ধরনের ক্যাপশনযুক্ত পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|