“বঙ্গবন্ধু গাজা সেবন কেন্দ্র” শিরোনামে বিকৃত ছবি ভাইরাল

Published on: January 13, 2022

সম্প্রতি ‘বঙ্গবন্ধু গাজা সেবন কেন্দ্র’ এমন শিরোনামে একটি সাইনবোর্ডের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ছবিটি বিকৃত করা হয়েছে । ০৯ জানুয়ারি ২০১৫ সালে প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে মূল ছবিটি পাওয়া যায়। সেখানে দেখা যায়, উক্ত সাইনবোর্ডটিতে মূলত “ফিজা এন্ড কোং” এর নাম লিখা রয়েছে এবং সেটি জায়গা ক্রয় সম্পর্কিত একটি সাইনবোর্ড। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এমন ছবিকে “বিকৃত” চিহ্নিত করছে।

উক্ত ছবিসহ কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


ভাইরাল এই ছবিতে একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়যেখানে লেখা রয়েছে, “বঙ্গবন্ধু গাজা সেবন কেন্দ্র”, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আরো লিখা রয়েছে, ‘বঙ্গবন্ধুর সৈনিকরা এখানে অত্যন্ত নিরাপদে গাজা সেবন করতে পারবেন।’ এছাড়াও সাইনবোর্ডের পিছনে একটি ঘরের উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাওয়া যায়।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল এই ছবিটির মাধ্যমে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “রাতারাতি সাইনবোর্ড, ২০৪ শতকের মালিকানা দাবি” শিরোনামে প্রথম আলো প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটির সন্ধান পাওয়া যায়।

০৯ জানুয়ারি ২০১৫ তারিখে প্রকাশিত সেই প্রতিবেদনে একই ছবি দেখতে পাওয়া গেলেও সেখানে সাইনবোর্ডে থাকা লেখাগুলো দেখা যায় ভিন্ন।

ভাইরাল ছবি

মূল ছবি

 

অর্থাৎ, প্রথম আলো প্রকাশিত ছবিতে থাকা লেখাটি মুছে সেখানে উপরোক্ত কথাগুলো সম্পাদনা করার মাধ্যমে যুক্ত করে দেয়া হয়েছে।

আবার, দেখা যায় প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনের মূল ছবিতে কোথাও শেখ মুজিবুর রহমানের ছবি নেই কিন্তু ভাইরাল ছবিতে তাঁর একটি ছবি দেখতে পাওয়া যায়।

ভাইরাল ছবি

মূল ছবি

 

উপরোক্ত একই উপায়ে সাইনবোর্ডের পেছনে থাকা ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সব্যসাচী হাজরার ডিজাইন করা লোগোটিও জুড়ে দেওয়া হয়েছে।

প্রথম আলোর ঐ প্রতিবেদন থেকে আরোও জানা যায় মূল ছবিটি সিলেটের। নজরুল ইসলাম নামে ফিজা এন্ড কোং বেকারী কারখানার মালিককে ক্রয়সূত্রে ওই জমির মালিক দাবি করে সাইনবোর্ডটি সেখানে স্থাপন করা হয় এবং এর ফলে প্রায় ৩৫ টি পরিবার ঝামেলার মধ্যে পড়ে।

বিস্তারিত পড়ুন এখানে

অর্থাৎ, প্রায় সাত বছর আগের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নতুনভাবে সম্পাদনা করে বর্তমানে প্রচার করা হচ্ছে।

অতএব, এটি পরিষ্কার যে বর্তমানে ফেসবুকে ভাইরাল সাইনবোর্ডের ছবিটি অন্তত ২০১৫ সালের এবং সেটি জায়গা ক্রয় সম্পর্কিত ফিজা এন্ড কোং এর দেওয়া সাইনবোর্ড। অর্থাৎ, এই ছবিটিকে বিকৃত করে ভাইরাল দাবিটি সংযুক্ত করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply