ব্রাজিল ফুটবল দলের বাসে আক্রমণ – পুরনো গুজব নতুন করে ভাইরাল

Published on: [12 July,2021]

‘ব্রাজিল টিমকে পঁচা ডিম দিয়ে বরণ করে নিচ্ছে ব্রাজিলিয়ানরা’- শিরোনামে ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে , রাস্তার মাঝে একটি বাসে ইটপাটকেল এবং ডিম  ছুঁড়ছে উত্তেজিত জনতা। দাবি করা হচ্ছে, এই বাসের মধ্যে ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা রয়েছেন এবং উত্তেজিত জনতা কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের ক্ষোভের কারণে এই বাসে ডিম ছুঁড়ছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে জেনেছে, এটি একটি পুরনো ভিডিও। ২০১৮ সালে ধারণ করা ব্রাজিলের এই ভিডিওটির সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই।  একটি রাজনৈতিক মিছিলের সামনে দিয়ে সাধারণ যাত্রীবাহী বাস যাওয়ার সময় আক্রোশের শিকার হওয়ার ঘটনার ভিডিও।

গুজবের উৎস

Zaima Rahman নামের একটি আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল, ১১ই জুলাই রাত ১০:২৪ মিনিটে এই ভিডিওটি আপলোড করা হয়। দ্রুত এটি ভাইরাল হতে থাকে। পরবর্তী ১৬ ঘন্টায় এই পেজ থেকে এই ভিডিওটি কমপক্ষে ২৬০০ বার শেয়ার করা হয়।

অন্য কয়েকটা ফেসবুক পেজ এবং গ্রুপেও এই ভিডিওটি শেয়ার করা হতে থাকে। সবাই ক্যাপশনে ‘’ব্রাজিল টিমকে পঁচা ডিম দিয়ে বরণ করে নিচ্ছে ব্রাজিলিয়ানরা’’ কিংবা ‘’ নেইমারদের প্রোটিন সমৃদ্ধ সংবর্ধনা’’ ইত্যাদি ব্যবহার করছে।

এমন কিছু গুজব ভিডিওর পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

কি আছে ভিডিওতে ?

Catarinense লেখা একটি টিনটেড গ্লাসের বাসকে দেখা গেছে এই ভিডিওতে । বাসের ভিতরের যাত্রীদের দেখা যায়নি। এই বাসকে উদ্দেশ্য করে রাস্তার একদল ছেলে মেয়েকে ইঁটপাটকেল এবং ডিম ছুড়তে দেখা গেছে। আক্রমণকারীদের মধ্যে এক তরুণের পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের হলুদ জার্সি। অন্য এক তরুণীর পিঠে ব্রাজিল জাতীর দলের পতাকা দেখা গিয়েছে। আশেপাশে অন্যান্য কয়েকটা গাড়ি এবং ট্রাক্টরে ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে।

১ মিনিট ১৬ সেকেণ্ডের প্রথমদিকে বাসটিকে থেমে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করতে চেষ্টা করে । হট্টগোলের মধ্যেই বাসটা ধীরে ধীরে সেই এলাকা থেকে চলে যায়। এ সময় ব্যাকগ্রাউন্ডে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেছে।

তবে ওই বাসে ফুটবলাররা রয়েছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

২০১৮ সালেও এই একই ভিডিও ভাইরাল হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ থেকে ফেরা ব্রাজিল দলকে ডিম নিক্ষেপ করছে সমর্থকরা।

২০১৮ সালের এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফেসবুক ছাড়াও কয়েকটি সংবাদমাধ্যমেও এই গুজব তখন প্রকাশিত হয়েছিল। যেমন- এখানে ,  এখানে

ভারতীয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট , বুম ইন্ডিয়া অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল হওয়া এই ভিডিওটিতে যে বাসটি আছে, সেটি ব্রাজিলের ফুটবল টিম এর বাস নয়। ব্রাজিলের রাজনীতিবিদ এবং সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণায় বিক্ষোভ জানাচ্ছিল কিছু প্রতিবাদকারী। এই বাসটি সেই প্রতিবাদ মিছিলের এলাকায় ঢুকে পড়ায় হামলার শিকার হয়। তবে বাসের মধ্যে লুলা ডি সিলভা কিংবা অন্য কোনো রাজনীতিবিদ ছিলেন না। এটা সাধারণ যাত্রীবাহী বাস ছিল।

রাশিয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ এর জুলাই এ। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয়েছিল ২০১৮ এর মার্চ মাসেই। পর্তুগীজ এই ইউটিউব চ্যানেলে ২৭ মার্চ,২০১৮ তারিখে ভিডিওটি দেখা যাচ্ছে।

পর্তুগীজ ভাষার ক্যাপশনটি গুগল ট্রন্সলেটরের সাহায্যে অনুবাদ করে পাওয়া গেল- ‘ব্রাজিলের পারানা রাজ্যে ভুল বাসে ডিম নিক্ষেপ করল বিক্ষোভকারীরা ‘ ( Protesters attack with eggs wrong bus in Paraná)

বিস্তারিত বিবরণে বলা হয়েছে,  BR 277 নাম্বার জাতীয় সড়কে সান্টা ক্যাটারিনা কোম্পানির একটি বাস বিক্ষোভের মুখে পড়েছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের সাও মিগুয়েল  দুই গোয়াছু পৌরসভায় এই ঘটনা ঘটেছে।

PRF নিশ্চিত করেছে , এই বাসটি লুলা ডি সিলভার প্রচারাভিযান এর অংশ ছিল না। বরং এটি ফজ দুই গোয়াছু অভিমুখী একটি নিয়মিত বাস ছিল।

(A bus belonging to the Santa Catarina company was attacked during a protest along the BR-277, in São Miguel do Iguaçu.

The PRF confirmed that the bus was a regular bus, destined for Foz do Iguaçu and was not part of the Lula Pelo Brasil Caravan. Those responsible for the vehicle would be at the station registering a police report against the protesters.)

বাংলাদেশী কয়েকটি সংবাদমাধ্যম ও তখন এই ভুয়া ভিডিওর ব্যাপারে ফ্যাক্ট চেকিং রিপোর্ট প্রকাশ করেছিল। যেমন- সারা বাংলার প্রতিবেদনে বলা হয়, এই টিম বাসটি রাশিয়া বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিলের টিম বাস ছিল না। ভিডিওটি ছড়িয়ে দিয়েছে সুযোগ সন্ধানী ব্রাজিলের প্রতিপক্ষ সমর্থকরা।

৩ বছর পরে , ২০২১ সালে সেই ভুয়া ভিডিও আবারো ভাইরাল হয়েছে ।

আক্রমণকারীদের মধ্যে ব্রাজিলের পতাকা কিংবা ব্রাজিল ফুটবল দলের জার্সি দেখা গেলেও, এর সাথে ফুটবল জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক দলও তাদের প্রচারাভিযানে জাতীয় পতাকা ব্যবহার করেন। এটা যেহেতু রাজনৈতিক একটা মিছিল ছিল, তাই জাতীয় পতাকা থাকা খুবই স্বাভাবিক।

সিদ্ধান্ত

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। ২০১৮ সালের ব্রাজিলের একটি রাজনৈতিক কর্মসূচীর ঘটনাকে ফুটবলে পরাজয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো কোনো সাম্প্রতিক ভিডিও দাবি করে গুজব ছড়ানো হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply