কোরিয়ান ব্যান্ড দল বিটিএস কি ভেঙে গেছে?

Published on: June 16, 2022

জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএস ভেঙে গেছে মর্মে কিছু কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, খবরটি সত্য নয়। মূল ব্যান্ড অক্ষুন্ন রেখেই সদস্যরা নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারে বেশি মনোনিবেশ করার পরিকল্পনা করছেন।

গুজবের উৎস

বিটিএস এর ভাঙনের খবর প্রচার করা কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


৭১ টিভিতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ছিল ব্যান্ডটির বার্ষিক ‘ফিসতা ডিনার। এরপরই ব্যান্ডটির অন্যতম সদস্য আরএম দেন বিচ্ছেদর ঘোষণা, ‘আমি সব সময়ই বিটিএসকে অন্য ব্যান্ডদের চেয়ে আলাদা ভেবেছি। কিন্তু কে-পপ ও পুরো ‘আইডল পদ্ধতির সমস্যা হলো এটা আপনাকে পরিণত হওয়ার সুযোগ দেবে না। আপনাকে গান চালিয়ে যেতে হবে এবং কিছু না কিছু করতে হবে।

এক ভিডিও বার্তায় ব্যান্ডটির আরেক সদস্য সুগা বলেন, ‘আমরা এখন আলাদা হয়ে যাব। আরেক সদস্য জিমিন বলেন, ‘এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনের রাখবে
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

গত ১৩ই জুন নতুন অ্যালবাম ‘প্রুফ’ মুক্তি দেয় BTS অর্থাৎ Bangtan Sonyeondan নামক কোরিয়ান ব্যান্ডটি ।

এরপর, গত ১৪ই জুন BTS Festa নামক ভোজসভায় মিলিত হয় ব্যান্ডের ৭ সদস্য ।

এই বিটিএস ফেস্তার পুরো আড্ডাটা ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে সম্প্রচার করা হয়। এই আড্ডায় বিটিএস সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েন, অনেকের চোখে অশ্রু দেখা যায়, গত ৯/১০ বছর ধরে তাদের পথচলা এবং ভক্তদের সমর্থনের কথা স্মরণ করেন।

ভিডিও’র ২১ তম মিনিটে ব্যান্ড মেম্বর Suga কোরিয়ান ভাষায় বলেন, আমরা একটি সাময়িক বিরতিতে যাচ্ছি (ইংরেজি সাবটেইটেল অনুযায়ী, We are taking a temporary break now . Should we talk about why we’re not doing the FESTA or making content? )

এরপর সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সঙ্গীত ক্যারিয়ার এবং বিটিএস এর সঙ্গে কাটানো সময় নিয়ে কথা বলেন।

এই সূত্র ধরেই অনেক সংবাদমাধ্যম ধরে নেন, বিটিএস ভেঙে যাচ্ছে এবং সদস্যরা কেবলমাত্র একক ভাবে গান করবেন।

তবে বিটিএস ব্যান্ডের স্বত্ত্বাধিকারী Hybe এক বিবৃতে জানিয়েছে BTS are not taking a hiatus. Members will be focusing more on solo projects at this time (বিটিএস কোনো বিরতি নিচ্ছে না । এই মুহুর্তে সদস্যরা নিজেদের ব্যক্তিগত প্রজেক্টে বেশি মনোনিবেশ করবেন। )

Hybe এর বিবৃতিকে কেন্দ্র করে বার্তা সংস্থা এপি, ইন্ডিয়া টিভি , টাইমস নাউ  সহ অনেকেই প্রতিবেদন প্রকাশ করেছে।

বিটিএস সদস্যরা সাধারনত vlive এ্যাপ এর মাধ্যমে ভক্তদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। ১৫ই মে ভিলাইভে এসে বিটিএস সদস্য জাংকুক পরিষ্কার করে বলেন, আমাদের ব্যান্ড বিচ্ছিন্ন হওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংতান সোনিয়োন্দান (বিটিএস) চিরকাল টিকে থাকবে ।

তার বক্তব্যের ইংরেজি অনুবাদ পাবেন এই টুইটে ।

BTS Army of Bangladesh নামক ফেসবুক পেজ এই বিতর্কের প্রেক্ষিতে অন্যতম বিটিএস সদস্য ,RM এর বক্তব্য শেয়ার করেছে। উইভার্স এ্যাপ এ আরএম যে বক্তব্য দিয়েছেন, তার অনুবাদ থেকে দেখা যাচ্ছে, তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস এর ভেঙে যাওয়া নিয়ে অনেক গুঞ্জন দেখছি। আমাকে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। আমি সততার সাথে বলতে চাই, এখনি সবকিছু শেষ হচ্ছে না। বিটিএস ফেস্তায় আমার কান্নার ছবি ভাইরাল হয়েছে, এবং সেটা আমি শেয়ার না করার কোনো কারণ দেখি না। সবকিছুই শেয়ার করার সাহস মাঝে মাঝে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি  করে।

তবে বিটিএস সদস্যদের নতুন কনসার্ট কিংবা নতুন প্রজেক্ট এর ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।

বিটিএস এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও ভাঙনের কোনো খবর নেই।

সার্বিক বিবেচনায়, ‘ভেঙে গেল বিটিএস’ শীর্ষক এই খবরটিকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply