বুয়েটছাত্র হত্যাকাণ্ডে বান্ধবী বুশরার ছবি হিসেবে অন্য বান্ধবীর ছবি প্রচার

Published on: November 11, 2022

সম্প্রতি বুয়েটছাত্র ফারদিন হত্যাকাণ্ডে তার বান্ধবী বুশরাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ। এই সংবাদ প্রচারে “বুয়েটছাত্র ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেপ্তার”, “ফারদিন হত্যা, বান্ধবী বুশরাকে সাত দিনের রিমান্ড আবেদন”, “ফারদিনের সঙ্গে প্রেম ছিল না বুশরার, দাবি মা ইয়াসমিনের” ইত্যাদি শিরোনামে বান্ধবীর একটি ছবি ব্যবহার করে বেশ কিছু অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ঐ ছবিটি তার বান্ধবী বুশরার নয়, বরং অন্য বান্ধবী আরিশা আশরাফের।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

উক্ত শিরোনাম এবং ছবি ব্যবহার করে প্রচার হওয়া সংবাদগুলো দেখুন এখানে এবং এখানে

 

গত ১০ই নভেম্বর, ২০২২ তারিখে ফারদিন নূরের বাবার করা হত্যা মামলায় গ্রেফতার করা হয় তার বন্ধু বুশরাকে। ফারদিন নূর হত্যা মামলায় বুশরার গ্রেফতার হওয়ার সংবাদটি প্রায় সবকটি অনলাইন নিউজ পোর্টাল প্রচার করেছে। এ বিষয়ে প্রচারিত কিছু সংবাদ দেখুন এখ, এখ, এবং এখে।

 

এদিকে Rtv | আরটিভি এবং DHAKA POST নামক দুটো অনলাইন নিউজ পোর্টাল ফারদিন নূর হত্যা মামলায় বুশরার গ্রেফতার হওয়ার সংবাদগুলোতে ফারদিন নূরের অপর একজন বন্ধু আরিশা আশরাফের একটি ছবি ব্যবহার করেছে যা আরিশা আশরাফ গত ৮ই নভেম্বর, ২০২২ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছিলেন। তিনি তার নিহত বন্ধু ফারদিন নূরকে স্মরণ করে উক্ত ছবি সংবলিত পোস্টটি দিয়েছিলেন। আরিশা আশরাফের পোস্টটি দেখুন এখে।

 

 

অপরদিকে, গত ১০ই নভেম্বর ২০২২ তারিখে ফারদিন নূরের বন্ধু বুশরার গ্রেফতার হওয়ার সংবাদ প্রচারের সময় কিছু অনলাইন নিউজ পোর্টাল আরিশা আশরাফের ছবি ব্যবহার করে। আরিশা আশরাফ নিজেই তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেন। তিনি আরও লিখেন যে “স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলোর বিভ্রান্তিকর সংবাদ প্রচার মরার উপর খাড়ার ঘা এর মতো।” আরিশা আশরাফের পোস্টটি দেখুন এখে।

 

 

উল্লেখ্য, গত ৪ই নভেম্বর, ২০২২ তারিখে নিখোঁজ হন বুয়েটের ছাত্র ফারদিন নূর এবং নিখোঁজ হওয়ার তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে জানানো হয় যে ফারদিন নূরকে হত্যা করা হয়েছে। পরে গত ১০ই নভেম্বর, ২০২২ তারিখে ফারদিন নূরের বাবা কাজী নূরউদ্দিন আহমেদ একটি হত্যা মামলা করেন এবং উক্ত মামলায় ফারদিনের বন্ধু বুশরাকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ ১১ নভেম্বর ২০২২ দৈনিক সমকালের প্রতিবেদন অনুযায়ী ফারদিন নূরকে হত্যা করে মাদক কারবারিরা। সমকালের ঐ প্রতিবেদনটি পড়ুন এখানে

ফারদিন নূরের হত্যাকাণ্ড নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো আসে নি। তবে তার গ্রেফতার হওয়া বান্ধবীর ছবি ছাপতে গিয়ে বেশ কিছু সংবাদমাধ্যম অন্য বান্ধবী আরিশা আশরাফের ছবি ছেপে দিয়েছে। কাজেই ঐ ছবিসম্বলিত পোস্টগুলোকে আমরা “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছি।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh