দুবাইয়ের বুর্জ খলিফায় রামচন্দ্রের ছবিটি বিকৃত

Published on: April 5, 2023

দুবাইয়ের বুর্জ খলিফায় রামচন্দ্রের ছবি প্রদর্শিত হয়েছে — এরকম দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। কিন্তু ছবিটি যাচাই করে বোঝা যাচ্ছে, এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে। বুর্জ খলিফার পুরনো একটি ছবির সাথে রামচন্দ্রের একটি ছবি যুক্ত করে এটি তৈরি করা হয়েছে। এছাড়া নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে বুর্জ খলিফাতে এমন কোনো প্রদর্শনীর তথ্য খুঁজে পাওয়া যায় নি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই ছবিটিকে “বিকৃত” চিহ্নিত করা হয়েছে।

 

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, টুইটার এবং ফেসবুকে নানাসময় প্রায় একই দাবিতে প্রকাশিত এই ছবিটি খুঁজে পাওয়া যায়। “Govind Krsna Das” নামে একটি ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে কিছুদিন আগে এই ছবিটি দেখতে পাওয়া যায়। সেখানে দাবি করা হচ্ছে, রামনবমী উপলক্ষে বুর্জ খলিফাতে রামচন্দ্রের ছবি প্রদর্শন করা হয়েছে। এছাড়া এই টুইটার পোস্টেও একই দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে, ৩০ মার্চ, ২০২৩ রাতে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

ছবিটির সত্যতা জানতে অনুসন্ধান করা হলে, ২৮ ডিসেম্বর, ২০১৫ এ আইস্টকে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। আইস্টক হচ্ছে কানাডা ভিত্তিক অনলাইন ছবি প্রদানকারী প্রতিষ্ঠান। “Night view of Burj Khalifa in Dubai stock photo” শিরোনামের এই ছবির সাথে ভাইরাল ছবির নিম্নোক্ত মিলগুলো খুঁজে পাওয়া যায়:


 

এর ফলে পরিষ্কার বুঝা যাচ্ছে, ২০১৫ সালের পুরনো ছবিটিই এখানে ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহৃত রামচন্দ্রের ছবিটিরও উৎস সন্ধান করে পেয়েছে ফ্যাক্টওয়াচ। ছবিটি দেখুন নিচে:


 

“pxfuel” প্রকাশিত এই ছবিটি বা একইরকম অন্য একটি ছবি বুর্জ খলিফার ছবির সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জুড়ে দেয়া হয়েছে, এবং দাবি করা হচ্ছে যে, বুর্জ খলিফায় এই ছবিটি প্রদর্শন করা হয়েছে।

এছাড়া বুর্জ খলিফায় আসলেই এমন প্রদর্শনী হয়েছে কি না অনুসন্ধান করা হলে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র থেকে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায় নি।

একই বিষয়ে ভারতের কুইন্ট এবং বুম প্রকাশিত দুইটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে তারাও ছবিটিকে বিকৃত বলেই উল্লেখ করেছে।

প্রতিবেদন দুইটি দেখুন এখানে এবং এখানে

তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই ছবিটিকে “বিকৃত” চিহ্নিত করা হয়েছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh