বিএনপি সন্ত্রাসী সংগঠন — কানাডার আদালতের এই রায়টি ৪ বছরের পুরনো

Published on: February 16, 2022

ফের বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলল কানাডীয় আদালত -মর্মে একটি খবর কয়েকটি অনলাইন পোর্টালে এবং ফেসবুকে দেখা যাচ্ছে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০১৮ সালের একটি খবর কপি করে বর্তমানে পুনরায় প্রচার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কানাডার আদালত বিএনপি সংক্রান্ত কোনো আদেশ দেয়নি।

গুজবের উৎস

গত ৮ ই ফেব্রুয়ারি থেকে কয়েকটি ফেসবুক পেজ থেকে এই খবরটি দেখা যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে , এখানে ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

বিয়ানিবাজার টাইমস এর এই খবরে বলা হয়েছে,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বললো কানাডার ফেডারেল আদালত। কানাডায় আশ্রয়প্রার্থী মো. মোস্তফা কামালের পক্ষ থেকে করা রিভিউ আবেদনের রায়ে নিজেদের পূর্বের অবস্থানে থাকার বিষয়টিই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছেন আদালত। সম্প্রতি মোস্তফা কামালের রিভিউয়ের পরিপ্রেক্ষিতে আবেদন খারিজ করে রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটা ২০১৮ সালের ২২শে মে তারিখে বাংলা ট্রিবিউন এ ছাপা হওয়া এই খবরটির হুবহু নতুন প্রকাশ। তবে বিয়ানিবাজার টাইমস এ দিন-তারিখ হিসেবে ২০১৮ বা সুনির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি।

বাংলা ট্রিবিউন এর পুরনো খবরটি সম্পূর্ণ উদ্ধৃত করা হল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বললো কানাডার ফেডারেল আদালত। কানাডায় আশ্রয়প্রার্থী মো. মোস্তফা কামালের পক্ষ থেকে করা রিভিউ আবেদনের রায়ে নিজেদের পূর্বের অবস্থানে থাকার বিষয়টিই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছেন আদালত। সম্প্রতি মোস্তফা কামালের রিভিউয়ের পরিপ্রেক্ষিতে আবেদন খারিজ করে রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

২০১৫ সালে বাংলাদেশ ছেড়ে কানাডায় আশ্রয়প্রার্থী হন মো. মোস্তফা কামাল। তার বিষয়ে কানাডার সরকার আদালতকে তখন বলেছিল, বাংলাদেশ সরকারকে উৎখাতেও দলটি চেষ্টা করছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে।

কানাডা সরকারের পক্ষ থেকে দেশটির জননিরাপত্তা জরুরি তৎপরতা বিষয়কমন্ত্রী দাবি করেন, মোস্তফা কামাল যে রাজনৈতিক দলের সদস্য তারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত সরকার উৎখাতের প্রচেষ্টায় লিপ্ত। কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সি (সিবিএসএ)-এর তৈরি একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দাবি করেন তিনি।

কানাডা সরকারের এই বক্তব্য গ্রহণ করে আদালত মোস্তফা কামালের আবেদন খারিজ করে দিলে তিনি আবার দেশটির ফেডারেল কোর্টে রিভিউয়ের জন্য আবেদন করেন। এরপর গত মে আপিলের রায় ঘোষণা করেন ফেডারেল কোর্ট। তবে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয় সোমবার।

আবারও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত

এবারের রায়ে কারণসহ ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, বিএনপি’কে ‘সন্ত্রাসী দল’ বলে মন্ত্রীর বক্তব্যকেই আবারও মেনে নিয়েছেন ফেডারেল কোর্ট। রিভিউয়ের পর জননিরাপত্তা জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রীর দাবির সত্যতা যাচাইয়ের জন্য কানাডার অভিবাসন শরণার্থী বোর্ডের অভিবাসন বিভাগ (আইডি)-কে নির্দেশ দেন ফেডারেল কোর্ট। এরপর মন্ত্রণালয়ের এক প্রতিনিধি সিবিএসএ’প্রতিবেদন রেফারেন্স হিসেবে তুলে ধরেন।

এরপর বিএনপি’র বিরুদ্ধে অভিযোগগুলোর যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে ফেডারেল কোর্ট মোস্তফা কামালের আপিল আবেদন খারিজ করেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

কানাডার ফেডারেল কোর্টের আদালতে ২০১৮ সালের মে মাসে কামাল বনাম কানাডা মামলার রায় পাওয়া গেল

২০২২ সালে কানাডার ফেডারেল কোর্টে ১৬৩ টি মামলার রায়ের নিষ্পত্তি হয়েছে। এসব রায় আদালতের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে এদের মধ্যে মোস্তফা কামাল এর কোনো মামলা খুঁজে পাওয়া গেল না।

অর্থাৎ, এটা সুস্পষ্ট যে সাম্প্রতিক সময়ে মোস্তফা কামালের ইমিগ্রেশন বিষয়ক কোনো রায় আদালত দেয়নি । এই রায় দিয়েছিল ২০১৮ সালে। ওই রায়ের একটি অংশে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছিল আদালত। চার বছর পরে এসে সেই খবুরটাকে ব্যবহার করে ‘ফের বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলল আদালত’-এমন শিরোনাম বিভ্রান্তিকর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply