ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মারামারির ভিডিওটি পুরনো

Published on: July 11, 2021

১০ ও ১১ জুলাই ২০২১ তারিখে ফেসবুকের বেশ কয়েকটি ব্যক্তিগত একাউন্ট এবং পেজ থেকে “ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা অলরেডি হয়ে গিয়েছে।“ ক্যাপশনযোগে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাঁশ হাতে দুটি দল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে । ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে দেখেছে ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং পুরনো। ভিডিওটি ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মারামারির ভিডিও কিনা তা যাচাই করা যায়নি। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, যা সামলাতে মাঠে ছিল পাঁচশ পুলিশ। তবে খেলা শেষে পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

সম্প্রতি ফেসবুকে  “ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা অলরেডি হয়ে গিয়েছে।“ ক্যাপশনযোগে শেয়ার হওয়া বেশ কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি গলিতে দুটি দল বাঁশ হাতে তেড়ে আসছে এবং একে অপরকে প্রহার করছে। ভিডিওতে মুখোমুখি সংঘাতে জড়ানো দুটি পক্ষের একটিতে আর্জেন্টিনা এবং অপরটিতে ব্রাজিলের পতাকা কৃত্রিম কারিগরির মাধ্যমে জুড়ে দেয়া হয়েছে এবং ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এটি ব্রাম্মণবাড়িয়ার ঘটনা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির স্ক্রিনশট ধরে অনুসন্ধান চালিয়ে একইরকম দুটি ২৯ সেকেন্ডের ভিডিও পেয়েছে ফ্যাক্টওয়াচ, যেগুলো প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ১০ জুলাই এবং ২৭ নভেম্বর তারিখে। পুরনো ভিডিও দুটিতে কোনো পতাকার ছবি দেখা যাচ্ছে না।


এদিকে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় আজ ভোর থেকে জেলাজুড়ে পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেয়া হয়েছিল। গত কয়েকদিন ধরেই গোটা জেলা জুড়ে বিরাজ করছিল চাপা উত্তেজনা, যার ফলে রাস্তায় রাস্তায় মাইকিং করে জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল।  গত ৬ই জুলাই (মঙ্গলবার) কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা শেষে ব্রাজিল ফুটবল দলের এক সমর্থকের সাথে আর্জেন্টিনার এক সমর্থকের কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে গেলে স্থানীয়রা তাদের নিবৃত্ত করেন। এর পর থেকেই গোটা ব্রাম্মণবাড়িয়ার এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা গড়িয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।


যদিও উক্ত ভিডিওর সঠিক সময়, স্থান এবং ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পূর্বের আপলোডকৃত তারিখের ভিত্তিতে বলা যায় এটি সাম্প্রতিক সময়ে ব্রাম্মণবাড়িয়ায় ঘটা কোনো ঘটনা নয়।

সংশোধনী: এই ভিডিওটি ফ্যাক্ট-চেকিং এর শুরুতে ধরে নেয়া হয়েছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মারামারির পুরনো কোনো ভিডিও যা নতুন করে প্রচার করা হচ্ছে। তবে শেষপর্যন্ত পুরনো ভিডিওটি ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মারামারির ভিডিও কিনা তা যাচাই করা যায়নি । তাই ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি “ব্রাম্মণবাড়িয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা অলরেডি হয়ে গিয়েছে।“ ক্যাপশনযোগে প্রকাশিত ভিডিওটির রেটিং পরিবর্তন করে “বিভ্রান্তিকর” থেকে “মিথ্যা” করা হয়েছে। 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

Leave a Reply