ফিলিপাইনের ভিডিওকে বঙ্গবাজারে কাপড় চুরির ভিডিও বলে দাবি

Published on: April 12, 2023

গত ৪ই এপ্রিল ২০২৩ এ বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার ঘটনার পর অনেক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন যে তারা যখন আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত, তখন কিছু মানুষ আগুন থেকে বেঁচে যাওয়া ভালো কাপড় চুরি করে নিয়ে গেছে। “নির্ভীক জাহেদ” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ই এপ্রিল ২০২৩ এ একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ একটি কাপড়ের দোকানের শাটার খুলে প্রবেশ করে দোকানটিতে প্রদর্শনীর জন্য রাখা কাপড় হুড়োহুড়ি করে নিয়ে যাচ্ছে। তাছাড়া, উক্ত ভিডিওটিতে বাংলায় লেখা আছে “বঙ্গবাজারে আগুন লাগার পর কাপড় চুরির ভিডিও।” পরবর্তীতে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে জানতে পেরেছে যে, উক্ত ভিডিওটি বঙ্গবাজারের নয়, বরং ফিলিপাইনের লুইসিনা (Lucena) শহরের উকাই উকাই (Ukai Ukai) নামক একটি কাপড়ের দোকানে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়ার ভিডিও। তাই, ভিন্ন স্থানের একটি ভিডিওকে বঙ্গবাজারের ভিডিও বলে চালিয়ে দেওয়ায় ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

ফেসবুকে শেয়ারকৃত এমন কিছু ভিডিওর নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

“নির্ভীক জাহেদ” নামক অ্যাকাউন্ট থেকে শেয়ারকৃত ভিডিওটিতে দেখতে পাওয়া মানুষদের শারীরিক গঠনের সাথে বাংলাদেশের মানুষদের শারীরিক গঠনের এর ভিন্নতা লক্ষ্য করা যায়। এই কারণে ফ্যাক্টওয়াচ ঐ ভিডিওটি বঙ্গবাজার মার্কেটেরই কিনা তা যাচাই করতে উক্ত ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করে। রিভার্স ইমেজ সার্চের ফলাফল থেকে জানা গেছে যে বঙ্গবাজারের কাপড় চুরির দাবিকৃত ভিডিওটি “VICE Japan” নামক একটি টুইটার পোস্ট থেকে নেওয়া হয়েছে, কেননা দুটো ভিডিওরই, ফেসবুক এবং টুইটার, উপরের ডানপাশে “VICE” এর একটি জলছাপ (Watermark) দেওয়া আছে। 

Image: Viral Facebook post

 

Image: VICE Japan Twitter post

উক্ত টুইটার পোস্টটির ক্যাপশনকে ইংরেজিতে অনুবাদ করে দেখা গেছে যে, ফেব্রুয়ারির শেষে ফিলিপাইনের লুইসিনা শহরের উকাই উকাই নামক একটি কাপড়ের দোকান খোলার পর সেখানে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছে। তাছাড়া, ক্যাপশনটিতে আরও লেখা আছে যে এইরকম ঘটনা সবসময়ই ঘটে যখন উক্ত দোকানটি নতুন কাপড় আসার ঘোষণা দেয়, কিন্তু এইবার ক্রেতাদের এরকম আচরণে দোকানটির মালিক আশ্চর্য হয়েছে।

উল্লেখ্য, গত ৪ই এপ্রিল ২০২৩ এ বঙ্গবাজার মার্কেটে অগ্নি দুর্ঘটনা ঘটে এবং পরবর্তীতে কাপড় ব্যবসায়ীরা সংবাদমাধ্যমগুলোর কাছে অভিযোগ করেছেন যে সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত ছিলো, তখন অনেকেই আগুন থেকে রক্ষা পাওয়া ভালো কাপড়গুলো চুরি করে নিয়ে গিয়েছে। পড়ুন এখানে এবং এখানে। 

 

সুতরাং, ফিলিপাইনের লুইসিনা শহরের একটি কাপড়ের দোকান এর ভিডিওকে ঢাকার বঙ্গবাজারে কাপড় চুরির ভিডিও বলে দাবি করায় ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh