কোকাকোলা স্ক্যাম লিংকে প্রবেশ করায় ফেসবুকের ৫৩ কোটি আইডি হ্যাকড হয়েছে – দাবিটি অসত্য

Published on June 10, 2021

সম্প্রতি “৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে, একটি হ্যাকার গ্রুপের কাছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। কোকাকোলা কোম্পানির একটি স্ক্যাম লিংকে প্রবেশের ফলেই এমনটি হয়েছে বলে দাবি করা হয় উক্ত পোস্টগুলোতে। ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখে, ৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের সংবাদটি পুরোনো। এ বছরের এপ্রিলে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে এসব তথ্য ফাঁস করা হয় যার সাথে কোকাকোলা কোম্পানির স্ক্যাম লিংকের কোন সম্পর্ক নেই।

৭ জুন ২০২১ তারিখে বিভিন্ন পাবলিক গ্রুপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে “৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে, একটি হ্যাকার গ্রুপের কাছে” শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সোশ্যাল মনিটরিং প্লাটফর্ম CrowdTangle এর তথ্য অনুযায়ী ফেসবুকে এ ধরণের পোস্টের সংখ্যা ২৩১ টি যেগুলো ইতোমধ্যে প্রায় ৩৫,২৭৪ টি প্রতিক্রিয়া পেয়েছে।

ফেসবুক পোস্ট

ব্রেকিং নিউজ
৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে, একটি হ্যাকার গ্রুপের কাছে।
ফ্যাক্টঃ কোকা-কোলার স্প্যাম লিংক।
সূত্রঃ মাছরাঙা টিভি৷

 

ফেসবুকে ভাইরাল পোষ্টটি দেখুন এখানে, এখানেএখানে

 

স্ক্রিনশট

 

ফ্যাক্টওয়াচ টিমে অনুসন্ধান করে দেখে, গত ৫ জুন থেকে কোকাকোলা কোম্পানি কর্তৃক আইফোন উপহার দেওয়ার একটি ভুয়া ক্যাম্পেইন লিংক ‘কোকা কোলা কল্যাণ তহবিল’ নামে প্রথমে অনলাইনে প্রচার করা হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আইফোন জেতা সম্ভব ভেবে অনেকেই বিভ্রান্ত হন সেখানে।

স্ক্রিনশট

 

দ্য কোকাকোলা কোম্পানির মূল ওয়েবসাইটের নকল ‘http://freegift.cdelz.com/coca’ ডোমেইনে ভুয়া সাইট তৈরি করে ‘কোকা কোলা কল্যাণ তহবিল’ ক্যাম্পেইনটি চালানো হয়েছিল। বর্তমানে গুগোল ওয়েবলিংকটিকে ‘ফিশিং সাইট’ হিসেবে চিহ্নিত করে “Warning: Suspected Phishing Site Ahead!” -এই সতর্ক বার্তাটি যুক্ত করে। তবে এই লিংকটি ডোমেইন পরিবর্তন করে এখনও চালু রয়েছে। বর্তমান ডোমেইন লিংক ‘http://cocafreegift.58kuer.com/coca/’।

ফিশিং সাইট বলতে বোঝায় প্রকৃত একটি ওয়েবসাইটের প্রায় হুবহু কপি। অনলাইনে বিভিন্ন রকম দামী উপহার জেতার টোপ দিয়ে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, এটিএম কার্ডের পিন ইত্যাদি চুরি করাই মূল লক্ষ্য হয়ে থাকে এ ধরণের সাইটের।

স্ক্রিনশট

 

তার ২ দিন পর সেই ভুয়া প্রচারণাকে কেন্দ্র করে ভাইরাল হয় আরেকটি খবর। এবার ফেসবুকে দাবি করা হয়, কোকাকোলার কোম্পানির উক্ত স্ক্যাম লিংকে প্রবেশ করে ৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে।

মূলত ৩৮ লক্ষ বাংলাদেশীসহ বিশ্বের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের সংবাদটি সত্য হলেও পুরোনো। এ বছরের এপ্রিলে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে এই তথ্য ফাঁস করা হয়েছিল। বিষয়টি নিয়ে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। আমরা দ্য ডেইলি স্টারের বরাত দিয়ে জানতে পারি, একজন ব্যবহারকারী ফেসবুক প্রোফাইল তৈরি করার সময় যেসব তথ্য দিয়ে থাকেন মূলত সেগুলোই হ্যাকড হয়েছিল যেমন ফেসবুক আইডি নম্বর, প্রোফাইলে দেওয়া নাম, ইমেইল অ্যাড্রেস, বসবাসের ঠিকানা, ব্যবহারকারী পুরুষ না নারী, পেশাসহ আরও বেশ কিছু তথ্য।

স্ক্রিনশট

পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ ৬ এপ্রিল তাদের নিউজরুমে একটি বিবৃতিতে বিষয়টি ২০১৯ সালের ঘটনা বলে দাবি করে। নিবন্ধটি পড়ুন এখানে

স্ক্রিনশট

 

 

উল্লেখ্য, ‘কোকা কোলা কল্যাণ তহবিল’ নামে প্রচারিত কোকাকোলা স্ক্যাম লিংকে প্রবেশ করে ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাকড হবার কোন ঘটনা এখন পর্যন্ত ঘটে নি। স্ক্যাম লিংকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড প্রবেশ না করে থাকলে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। তবে এ জাতীয় স্ক্যামগুলো যেহেতু ফিশিং বা তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি করা হয় সেক্ষেত্রে ব্যবহারকারীর দেয়া তথ্যটুকু প্রতারক চক্রের হাতে চলে যাবার ঝুঁকি থাকে। সুতরাং, কোকাকোলা স্ক্যাম লিংকে প্রবেশের ফলে বিশ্বব্যাপী ৫৩ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

Leave a Reply