ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে দাবিটি বিকৃত

Published on: June 14, 2022

সম্প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে বিয়ে এবং সহবাস সংক্রান্ত একটি বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, মূল ছবিকে বিকৃত করে এমন একটি দাবি জুড়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত ইসলামী ছাত্র আন্দোলনের একটি স্বাগত মিছিলের ছবি এটি। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মূল ছবিটি এডিট করা হয়েছে। 

নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই নয় বছরে সহবাস করতে চাইএমন শিরোনামে ছবিটি দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল ছবির কোয়ালিটি ভালো না হওয়ায় রিভার্স ইমেজ সার্চ করা হলেও তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতেইসলামী ছাত্র আন্দোলনএর নামসহ প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হলে “Pinterest” এমন একটি ছবি দেখতে পাওয়া যায়। সেখানেশীলনবাংলাবাংলা নামে একটি ওয়েবপোর্টালের বরাতে এই ছবিটি দেখতে পাওয়া যায়।

মে ২০১৯ অবৈধভাবে মজুদদারি কালোবাজারি বন্ধ করুনঃ ইশা ছাত্র আন্দোলনশিরোনামে প্রতিবেদনটি উক্ত ওয়েবপোর্টালে প্রকাশিত হয়। সেখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত সমাবেশের কথা বলা হয়।

পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি ভ্যারিফাইড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। সেখানে অনুসন্ধান করা হলে, মে, ২০১৯ প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

নিচের ছবি দুইটি লক্ষ্য করলে পরিষ্কার বুঝা যাবে কিভাবে মূল ছবিটিকে বিকৃত করা হয়েছে।


অর্থাৎ, পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি স্বাগত মিছিলের ছবি ছিলো সেটি। মূল ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে উক্ত বিতর্কিত বার্তাটি জুড়ে দেয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এসব ছবিকেবিকৃতচিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply