কাতার বিশ্বকাপের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো স্টেডিয়ামে ছিলেন?

Published on: December 23, 2022

“নিজের স্বপ্ন অপূর্ণ থেকে গেলেও মেসির স্বপ্ন পূরণের দিনে গ্যালারিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। “– এমন শিরোনামে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুক পোস্টে রোনালদোর যেই ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৮ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়ের ছবি। অন্যদিকে, কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন তিনি কাতারেই ছিলেন না। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল হওয়া ছবিটির মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে প্রকাশিত আসল ছবিটি পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ছবিটি ২০১৮ সালের জুভেন্টাস এবং ইয়ং বয়েজের মধ্যে খেলা চলাকালীন ধারণ করা। প্রতিবেদনটি দেখুন এখানে

এরপর, প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধানের মাধ্যমে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায়, ২০১৮ সালের ২ অক্টোবর ইতালির তুরিন শহরে অবস্থিত অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের জুভেন্টাস বনাম বিএসসি ইয়াং বয়েজের গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐদিন স্টেডিয়ামের গ্রান্ড স্টান্ডে রোনালদো তার পরিবারের সাথে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন তার মা মারিয়া ডোলোরেস দস সান্তোস আভেইরো, ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র এবং সঙ্গী জর্জিনা রদ্রিগেজে। এই একই আসরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ডের কারণে সাসপেন্ড হয়েছিলেন রোনালদো, তাই গ্রান্ড স্টান্ডে বসে ম্যাচ দেখেছিলেন তিনি। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পর্তুগালের ১-০ গোলে হেরে যাওয়ার পরপরই নিজস্ব বিমানে চড়ে রোনালদো এবং তার পরিবার কাতার ত্যাগ করেন। স্পেনে গিয়ে রোনালদো তার ফিটনেস বজায় রাখার জন্য রিয়াল মাদ্রিদের ভালদেবেবাস মাঠে প্রশিক্ষণ শুরু করেন। এরপর তিনি সৌদি আরবের ক্লাব “আল নাসরের” সাথে চুক্তিবদ্ধ হওয়ার উদ্দেশ্যে গত ১৬ ডিসেম্বর দুবাই গিয়েছিলেন, এবং চুক্তিটি নিশ্চিত হওয়া পর্যন্ত তিনি দুবাইতে অবস্থান করবেন।

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত ১৮ ডিসেম্বর কিন্তু রোনালদো ১৬ ডিসেম্বর থেকে এখনও দুবাইতে অবস্থান করছেন। অর্থাৎ, এটা নিশ্চিত ভাবে বলা যায় যে, ফাইনাল ম্যাচের দিন রোনালদো কাতারে ছিলেন না।

তাছাড়া মূলধারার কোনো সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো উৎস থেকে ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে রোনালদোর আবার কাতারে আসা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh