ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব পরিবর্তন করে পিএসজিতে যাওয়ার খবরটি গুজব

Published on: [August 19,2021]

গত ০৮ আগস্ট ২০২১ তারিখে লিওনেল মেসির বার্সেলোনা থেকে পিএসজি চলে যাওয়ার পর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোও ক্লাব পরিবর্তন করে পিএসজিতে যাচ্ছেন — এমন দাবি করা একটি খবর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, রোনালদোর ক্লাব পরিবর্তনের তথ্যটি সঠিক নয়। ১৮ আগস্ট ২০২১ তারিখে পর্তুগিজ এই ফুটবল তারকা নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ভাইরাল খবরটিকে আমরা “মিথ্যা” চিহ্নিত করেছি।

গত ০৮ আগস্টের পর থেকে রোনালদোর ক্লাব পরিবর্তন শীর্ষক খবরটি একাধিক অনলাইন পোর্টালের বরাত দিয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। গত ১২ এবং ১৩ আগস্ট “Neymar Jr. fan club”, “Cplusbd.net” এবং “Live Sports” সহ আরোও অনেকগুলো ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে খবরটি প্রকাশ করা হয়েছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

বিভিন্নি অনলাইন পোর্টালের প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

 

কী দাবি করা হয়েছে?

ভাইরাল হওয়া খবরগুলোতে দাবি করা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে চলে যাচ্ছেন। “Neymar Jr. fan club”ফেসবুক পেজ দাবি করেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি এখন মেসি এবং নেইমারের সাথে যুক্ত করছেন রোনালদোকে। অনলাইন পোর্টাল “Cplusbd.net” লিখেছে, ”এবার ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির যোগ দেয়ার পরে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গেও চুক্তি করতে চায় ক্লাবটি”।

অন্যদিকে, বেশ কিছু ফেসবুক পেজ থেকে দাবি করা হচ্ছে, ক্লাবটির আক্রমণ ভাগের খেলোয়াড় এমবাপ্পে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিবেন। মূলত তার এই শূন্যস্থান পূরণ করতেই দলে ভেড়ানো হচ্ছে রোনালদোকে ।

 

অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের গবেষণায়, রোনালদো ক্লাব পরিবর্তন করছেন এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। রোনালদোর প্রতিনিধি কিংবা পিএসজি ক্লাবটি থেকেও এমন কোনো বিবৃতি আসেনি। ২৬ জুলাই ২০২১ তারিখে প্রকাশিত স্কাই স্পোর্টসের একটি প্রতিবেদন অনুযায়ী, রোনালদো আগামী ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ। অর্থাৎ, যদি জুভেন্টাস তাকে বিক্রি না করে তবে আগামী ২০২২ সাল পর্যন্ত রোনালদো বর্তমান ক্লাবটিতেই থাকছেন। “Cristiano Ronaldo: Juventus want forward to stay and will offer Giorgio Chiellini and Paulo Dybala new deals”- শিরোনামে এই  প্রতিবেদন বলছে, জুভেন্টাসও চায় রোনালদো সেখানেই থাকুক।

 

 

একটি স্ট্যাটাস দিয়ে সংবাদমাধ্যমে তাকে ঘিরে চলমান গুজবগুলো উড়িয়ে দেন। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়া নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো, সে বিষয়টি রোনালদো নাকচ করেন। স্পেন ছাড়াও অন্যান্য লীগগুলো নিয়ে চলমান গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “সত্য যাচাই না করে বিভিন্ন লীগের ক্লাবগুলোর সাথে আমাকে নিয়ে অনেক ধরনের খবর প্রকাশিত হচ্ছে প্রতিনিয়তই।

“আজ নীরবতা ভেঙে বলছি, আমি কাউকে আমার নাম নিয়ে এইভাবে খেলতে দিতে পারিনা। সবসময় আমার লক্ষ্য ছিলো আমার ক্যারিয়ার এবং কাজ, ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ এবং সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রস্তুত। আর বাদবাকি যা আছে? শুধুমাত্রই গুঞ্জন।”

“As well as this most recent episode in Spain, there have been frequent news and stories associating me with a number of clubs in many different Leagues, with nobody ever being concerned about trying to find out the actual truth.”

“I’m breaking my silence now to say that I can’t allow people to keep playing around with my name. I remain focused on my career and in my work, committed and prepared for all the challenges that I have to face. Everything else? Everything else is just talk.”

 

 

 

অর্থাৎ, ক্লাব পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আপাতত তিনি করছেন না।

রোনালদোর এই ফেসবুক স্ট্যাটাস এবং চলমান গুজব নিয়ে বিস্তারিত জানতে “Ronaldo breaks silence” শিরোনামে দ্য ডেইলি স্টারে প্রকাশিত ১৮ আগস্ট ২০২১ তারিখের এই প্রতিবেদনটি পড়ুন।

এছাড়াও – শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, “And then there’s the frankly inevitable claim that Ronaldo will leave Juventus for PSG, who want to pair him up with Messi because that’s the most Hollywood thing to do”

অর্থাৎ, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছেও রোনালদোর এই ক্লাব পরিবর্তনের গুজবটি অলীক।

উল্লেখ্য, ক্রিস্টিয়ানো রোনালদো এখন জুভেন্টাসের নিয়মিত খেলোয়াড়। গত ১৫ আগস্ট ২০১২ তারিখে আটলান্টার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি। সেখানে ৩-১ গোলে জয় পায় জুভেন্টাস।

অন্যদিকে, পিএসজির বর্তমান ফরোয়ার্ড ফরাসি ফুটবলার এমবাপ্পেকে ঘিরে চলছে আরেকটি পুরনো গুঞ্জন। বিগত কয়েক মৌসুম থেকেই এম্বাপ্পের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জনটি শোনা যাচ্ছে। কিন্তু প্রতিবার শেষদিকে এসে ক্লাবের সাথে চুক্তি নবায়ন করেন তিনি এবং গুঞ্জনের সমাপ্তি ঘটে। এবারও তাই হচ্ছে বলে দাবি করছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। অফিসিয়াল কোনো ঘোষণা না আসলেও স্প্যানিশ রেডিও স্টেশন “Cadena SER” এর বরাত দিয়ে “Real Madrid transfer blow as Mbappe tells PSG: “I’m staying”” শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, “Mbappé has told his teammates he is will remain at the Parc des Princes for another year at least, with one season left on his current deal in Paris. The news has been confirmed by Spanish radio station Cadena SER, with their information coming from sources within the PSG dressing room.”।

 

একই সূত্রের উপর ভিত্তি করে ‘90min.com’ একই দাবি করছে। তাদের প্রতিবেদনটি দেখুন এখানে

উল্লেখ্য, ফুটবল ক্লাবগুলোর ট্রান্সফার উইনডোতে এমন গুঞ্জন নতুন কিছু নয়। ট্রান্সফার উইনডো হচ্ছে, এমন একটি নির্দিষ্ট সময়কাল যখন ফুটবল ক্লাবগুলো ফিফার নিয়ম মেনে খেলোয়াড় আদান-প্রদান করে থাকে। বিশ্বের ফুটবল অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এসময়। আর সে কারণে প্রচুর গুজবও দেখতে পাওয়া যায় এইসময়ে। খেলোয়াড়ের ব্যাক্তিজীবনের কোনো ঘটনা কিংবা ক্লাবের ভেতরকার যেকোনো খবরের উপর ভিত্তি করে এই গুজবগুলো ছড়িয়ে থাকে। চলমান ট্রান্সফার উইনডোতে অনেকগুলো গুঞ্জনের মধ্যে প্রধান হচ্ছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া এবং রোনালদোর পিএসজিতে আসা। আর এই গুঞ্জন দুইটিকে কেন্দ্র করেই উল্লেখিত খবরটি ফেসবুকে ভাইরাল হচ্ছে।

 

সিদ্ধান্ত

ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান ক্লাব ছেড়ে পিএসজিতে যাচ্ছেন সামাজিক মাধ্যমের উঠা এমন দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রোনালদো নিজেও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ ধরণের দাবিগুলোকে গুজব সাব্যস্ত করেছেন। অন্যদিকে, নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আগামি ২০২২ সাল পর্যন্ত জুভেন্টাসের সাথে চুক্তিবদ্ধ, এবং ক্লাবটি থেকে তাকে বিক্রি করার কোন তথ্য জানানো হয়নি। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় উক্ত ভাইরাল খবরগুলো ‘মিথ্যা’।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

Leave a Reply