সুন্দরবনে কুমিরের পেটে জেলের দল – ক্লিকবেইট শিরোনামে অপ্রাসঙ্গিক ভিডিও

Published on: March 6, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, সুন্দরবনে মাছ ধরতে যেয়ে জেলের দল কুমিরের আক্রমণের শিকার হয়েছে। অবশেষে জেলের দলটি নাকি কুমিরের পেটে চলে গেছে! ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানা গেছে, সেখানে কুমির কিংবা কোনো জেলের দলের অস্তিত্ব নেই। বরং নদীর পাড় থেকে কোনো একজন ব্যক্তিকে নদীতে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে। প্রসঙ্গত, এমন ক্যাপশনের জন্য মানুষ বিভ্রান্ত হয়ে ভিডিওটি দেখেছে এবং নেতিবাচক মন্তব্য করেছে।

কয়েকটি ভাইরাল পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ভাইরাল এই ভিডিওটি একাধিকবার দেখে বিষয়টি সুস্পষ্ট যে, এখানে কোনো জেলের দল কুমিরের আক্রমণের শিকার হয়নি। কিন্তু ক্লিকবেইট ক্যাপশনের কারণে সাধারণ ব্যবহারকারীরা ভিডিওটি দেখতে আগ্রহী হয়। ভিডিওটি দেখে ক্যাপশনের সাথে কোনো মিল না পেয়ে তারা নেতিবাচক মন্তব্য করেছেন। উল্লেখ্য, সাধারণ ব্যবহারকারীদের ধারণা যে এ ধরণের ভিডিও কোনো পেশাদার সাংবাদিক ছড়িয়েছেন। যে কারণে তাঁরা সাংবাদিকদের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকটি মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে-

সুতরাং, এ ধরণের ক্লিকবেইট ক্যাপশনে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার কারণে ফ্যাক্টওয়াচ এমন পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে বিবেচনা করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh