ভারতের দুই নৃত্যশিল্পীকে চীনে তৈরি রোবট বলে দাবি

Published on: May 17, 2023

চীনে তৈরি দুইটি রোবট এর নাচ- দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা নৃত্যশিল্পী দুইজন মানুষের মত অবিকল হলেও মানুষ নন বরং রোবট। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, দাবিটি মিথ্যা। এটি ভারতের ক্ল্যাসিকাল নৃত্য ভারতনাট্যমের একটি দৃশ্য। ভিডিওতে থাকা নৃত্যশিল্পীরা রোবট নয়, মানুষ। তারা হলেন, সফিয়া সালিঙ্গারস (Sophia Salingaros) এবং ইশা পারুপুড়ি (Isha Parupudi)। ২০১৭ সালে প্রকাশিত এই ভিডিওর সাথে তেলেগু একটি গান যুক্ত করে উক্ত দাবিটি তৈরি করা হয়েছে।

 

এমন দুইটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে

এসব পোস্টে আরও দাবি করা হচ্ছে, রোবটের পাঁচ মিনিটের এই নাচ দেখার জন্য দর্শকদের চার ঘন্টা অপেক্ষা করে ৭৫ ডলার দিয়ে টিকেট কিনতে হয়েছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে, “IndianRaga” নামে একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। “IndianRaga” নিয়ে অনুসন্ধান করে জানা যায়, এটি একটি ডিজিটাল আর্ট শিক্ষার উপর চালু হওয়া স্টার্ট আপ যা ভারতীয় গায়ক/গায়িকা এবং নৃত্যশিল্পীদের নিয়ে কাজ করে। “Vahana Alarippu: Bharatanatyam Dance | Best of Indian Classical Dance” শিরোনামে ভারতনাট্যম নাচের এই ভিডিওটি ১১ আগস্ট, ২০১৭ এ প্রকাশিত হয়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, সেখানে থাকা দুইজন নৃত্যশিল্পীর নাম সফিয়া সালিঙ্গারস (Sophia Salingaros) এবং ইশা পারুপুড়ি (Isha Parupudi)।

পরবর্তীতে এই দুইজন নৃত্যশিল্পীকে নিয়ে অনুসন্ধান করা হলে, জানা যায় সফিয়া এবং ইশা দ্য আসিমকালা ইনিশিয়েটিভ (THE ASEEMKALA INITIATIVE) এর ১৮-১৯ ব্যাচের কোরিওগ্রাফি ফেলো। এছাড়া সফিয়া গবেষণা সহকারী হিসেবে ওয়েল মেডিকেল কলেজের ল্যাবরেটরি অব বায়োরিজেনারেটিভ মেডিসিন এবং সার্জারি নামে একটি রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করছেন। নাচ এবং তার এই পড়াশোনা সংক্রান্ত একটি ইন্টারভিউ পড়ুন এখানে­­­। অন্যদিকে, ইশা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে নিউরোসাইন্স এবং পাবলিক হেল­­থ বিভাগে পড়াশোনা করছেন।

 

Indian Raga  এর ভ্যারিফাইড ইনস্টাগ্রাম একাউন্টেও এই দুইজন নৃত্যশিল্পীকে ট্যাগ দিয়ে ৩ আগস্ট, ২০১৭ এ একটি পোস্ট করা হয়, সেখানে উক্ত নাচের একটি ছবিও দেখতে পাওয়া যায়।

 

অন্যদিকে, সফিয়া সালিঙ্গারসের ইনস্টাগ্রাম আইডিতেও ২৩ আগস্ট ২০১৭ প্রকাশিত এই ভিডিওর কিছু অংশ খুঁজে পাওয়া যায়।

 

View this post on Instagram

 

A post shared by Sophia Salingaros (@sophiasalingaros)

যা থেকে পরিষ্কার বোঝা যায় যে, মূল ভিডিওতে থাকা দুইজন নৃত্যশিল্পীর কেউই চীনে তৈরি রোবট নন।

একই বিষয়ে ফ্যাক্টলি প্রকাশিত একটি প্রতিবেদন পড়ুন এখানে

 

ভাইরাল ভিডিওতে আরেকটি অসংগতি লক্ষ্য করা যায়। মুল ভিডিও এবং ভাইরাল ভিডিও দুইটির অডিও ভিন্ন। মূল ভিডিওতে ব্যবহৃত গানটি  “Vivek Ramanan” ভিভেক রামানানের (Vivek Ramanan) গাওয়া।

অন্যদিকে ভাইরাল ভিডিওতে থাকা অডিওটি “Brahmam Okate” নামে ভিন্ন একটি গান যেটি গেয়েছেন সুরিয়াগায়ত্রী (Sooryagayathri) এবং রাহুল ভেলাল (Rahul Vellal) নামে দুইজন শিশুশিল্পী।

অতএব, নিশ্চিতভাবেই বলা যাচ্ছে, ভাইরাল এই নাচের ভিডিওটি রোবট না বরং মানুষের, এবং সেটি চীনের নয় ভারতের একটি ক্ল্যাসিকাল নাচ। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এমন শিরোনামে ভাইরাল ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh