চাঁপাইনবাবগঞ্জে মরদেহ উদ্ধারের সংবাদে কুষ্টিয়ার লাশের পুরনো ছবি ব্যবহার

Published on: September 14, 2021

১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে worldnewstip.com নামের একটি অনলাইন পোর্টাল “মাদ্রাসা নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলল ২৭ বছরের অক্ষ’ত মরদেহ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। ভাইরাল সংবাদটি এবছর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদরাসার ঘর নির্মাণের জন্য জায়গা খুঁড়তে গিয়ে পাওয়া মরদেহ নিয়ে। অথচ সংবাদটিতে যে ছবিটি ব্যবহৃত হয়েছে তা গতবছর কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে পাওয়া লাশের ছবি। ছবি ও সংবাদের মধ্যে সামঞ্জস্য না থাকায় ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে ফেসবুকের বিভিন্ন গ্রুপে উক্ত ভাইরাল সংবাদটি শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

উক্ত ভাইরাল খবরটির বিস্তারিত অংশে দেখা যায়, এটি ১১ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত জাগো নিউজের একটি সংবাদকে হুবহু নকল করে লেখা হয়েছে। অর্থাৎ সংবাদটি অন্তত পাঁচ মাস আগের। সংবাদ সূত্রে জানা যায়, এটি করিম মণ্ডল নামক এক ব্যক্তির মরদেহ। মরদেহটি উদ্ধার করে সেদিনই সকাল ১০টায় পুনরায় দাফন করা হয়। উল্লেখ্য যে, জাগো নিউজের সংবাদটিতে একটি ফাইল ছবি ব্যবহৃত হয়েছে, মৃত লাশের কোনো ছবি ব্যবহৃত হয়নি।

একই বিষয়ে সে সময় সংবাদ প্রকাশ করেছিল যুগান্তর, ইত্তেফাক, বাংলাদেশ টাইমস এবং কালের কন্ঠ। এই প্রতিবেদনগুলোর মধ্যে যুগান্তর এবং ইত্তেফাকে ফাইল ছবি (সংগৃহীত প্রতীকী ছবি) ব্যবহৃত হলেও, কালের কন্ঠের প্রতিবেদনে যুগান্তরের প্রতিবেদনে ব্যবহৃত ফাইল ছবিটি ব্লার (ঘোলা) করে ব্যবহার করা হয়েছে এবং ছবির শিরোনামে লেখা হয়েছে “অলৌকিক ঘটনা! কবরে ২৭ বছরেও অক্ষত মরদেহ”। অথচ এই একই ছবি যুগান্তরে প্রকাশিত ২০১৮ ও ২০১৯ সালের ৩টি প্রতিবেদনে ফাইল ছবি হিসেবে ছাপা হয়েছে। সুতরাং এ ছবিটি ১১ মার্চ ২০২১ তারিখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদরাসার ঘর নির্মাণের জন্য জায়গা খুঁড়তে গিয়ে পাওয়া করিম মণ্ডলের নয়।



অন্যদিকে, যে ছবিটি উক্ত ভাইরাল সংবাদটিতে ব্যবহৃত হয়েছে, এটি গত ২৭ জুলাই ২০২০ এ daily-bangladesh.com নামের একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে ব্যবহৃত হয়েছিল। সংবাদটি ছিল কুষ্টিয়ার বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে ২৫ বছর আগের একটি ‘অক্ষত’ মৃতদেহ পাওয়ার ঘটনা নিয়ে। সংবাদসূত্রে আরও জানা যায়, ২৪ জুলাই ২০২০ তারিখে বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে কবরস্থ লাশটি অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। ২৫ বছর আগে মারা গিয়েছিলেন মনোহর মিস্ত্রির ছেলে নুরুজ্জামান। মৃতদেহটি উদ্ধারের পর পুনরায় কবরস্থ করা হয়েছে।

একই বিষয়ে তখন সংবাদ প্রকাশ করেছিল যুগান্তর, এনটিভি, বাংলা নিউজ টুয়েন্টিফোর, ঢাকা ট্রিবিউন। এগুলোর মধ্যে ঢাকা ট্রিবিউন বাদে বাকি সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে কাপড়ে মোড়ানো মৃত ব্যক্তির লাশের ছবি ব্যবহৃত হয়েছে। যদিও daily-bangladesh.com এ যে কবর খুঁড়ে লাশ বের করার ছবিটি ব্যবহৃত হয়েছে তা আর কোনো সংবাদে পাওয়া যায়নি।

তবে ইউটিউবে অনুসন্ধান করে ২৫ জুলাই, ২০২০ তারিখে প্রকাশিত কুষ্টিয়ার নূরুজ্জামানের  লাশ উত্তোলনের দুটি ভিডিও পাওয়া গেছে যার সাথে মিল রয়েছে daily-bangladesh.com এ যে কবর খুঁড়ে লাশ বের করার ছবিটির। এ থেকেও প্রমাণিত হয়, গত ১১ মার্চ ২০২১ এ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া লাশের ছবি এটি নয়। ইউটিউবে ভিডিও দুটি দেখুন এখানে এবং এখানে।


অবশ্য উক্ত ভাইরাল সংবাদটিতে ছবি ছাড়া অন্যান্য বিবরণে কোনো অসামঞ্জস্য পাওয়া যায়নি। কিন্তু ব্যবহৃত ছবির সাথে সংবাদে উল্লেখিত ঘটনার কোনো সম্পৃক্ততা না থাকায় ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply