পলিথিন-মোড়ানো লাশের সারির ছবিটি মিয়ানমারের

Published on: July 18, 2021

১৭ জুলাই ২০২১ তারিখে “এটা বিদেশি কোন ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি।“ ক্যাপশনযুক্ত পলিথিনে মোড়ানো সারি সারি লাশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচ গুগলের রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে দেখেছে, ছবিটি বাংলাদেশের নয়, মিয়ানমারের।

সম্প্রতি ছবিটি বাংলাদেশের বেশ কিছু ফেসবুক গ্রুপ, পেজ এবং ব্যক্তিগর একাউন্ট থেকে “এটা বিদেশি কোন ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি।“ ক্যাপশন সহকারে শেয়ার হতে দেখা গেছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


ফ্যাক্টওয়াচ গুগলের রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে দেখেছে, ছবিটি বাংলাদেশের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি নয়। রিভার্স ইমেজ সার্চের ফলাফল বলছে, ছবি গত দুই দিনে বিভিন্ন টুইটার একাউন্ট থেকে শেয়ার হয়েছে। এমন কিছু টুইট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।


Khit Thit নামক একটি ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৫ জুলাই পলিথিনে মোড়ানো সারি সারি লাশের দুটি ছবি আপলোড করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ছবিটি বাংলাদেশের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি বলে ভাইরাল হয়েছে। Khit Thit এর ফেসবুক পোস্টটিতে বার্মিজ ভাষায় লেখা ক্যাপশনটি বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, গত ১৫ জুলাই মিয়ানমারের কারেন রাজ্যের থাই সীমান্তবর্তী অঞ্চলের মাইওয়াদি শহরে করোনায় আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য টুইটের ক্যাপশনেও একই তথ্য উল্লেখ রয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশের মূলধারার কোন সংবাদমাধ্যম এবিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। উক্ত ছবিটি ফেসবুকে “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি।“ বলে প্রচার করা হচ্ছে, অথচ উক্ত দাবিকৃত  পোস্টগুলোতে এবিষয়ক কোনো তথ্যসূত্র নেই। এদিকে খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং  উপসর্গে ১১ জনের প্রাণহানি হয়েছে। ১৬ জুলাই ২০২১ (শুক্রবার) সকাল ৮টা থেকে ১৭ জুলাই ২০২১ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

উপরোক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ মনে করছে, মায়ানমারের মাইওয়াদি শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২২ জনের লাশের ছবিকে বর্তমানে “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পলিথিন-মোড়ানো লাশের সারি” দাবি করে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি মিথ্যা।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply