ময়মনসিংহে নৌকাডুবিতে ১৭ জন হাফেজার মৃত্যুর খবরটি ভূয়া

Published on: September 24, 2021

সম্প্রতি “১৭ জন হাফেজা বোন কোরআন হেফজ শেষ করে ভ্রমণে গিয়েছিল। ভ্রমণ শেষে বাড়ি ফিরার সময় নৌকা ডুবে ইন্তেকাল করেন।“ ক্যাপশনে একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। পোস্টে ব্যবহৃত ছবিদুটো গুগল রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে ৬ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে পাওয়া গেছে। অর্থাৎ এটি গত বছরের ঘটনা। সে সময় নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ১৭ জন মারা গিয়েছিলেন (পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছিল)। 

সম্প্রতি ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজে উক্ত ভূয়া তথ্যটি ছড়ানো হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


উক্ত ফেসবুক পোস্টগুলোতে ব্যবহৃত ছবি দুটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ৬ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত “মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন” শিরোনামে বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম। গতবছর ৫ আগস্ট নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওরে নৌকাডুবিতে নিহত ১৭ জনের দাফনকার্যের ছবি এগুলো। নিহতদের ৬ আগস্ট সকাল ৬টায় ময়মনসিংহ সদরের কোনাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানসহ ৯ জনকে দাফন করা হয়। বাকি ৮ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতরা ছিলেন ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের। তাদের মধ্যে দুজন নারী ছিলেন। ফলে ১৭ জন “হাফেজা”র মৃত্যুর ধারণাটিরও কোনো ভিত্তি নেই। বাংলা ট্রিবিউনের পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে।


এ বিষয়ক আরও কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে।

এ বিষয়ে ময়মনসিংহে কর্মরত এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী গতকাল বলেন, “নৌকাডুবিতে ১৭ জন হাফেজার মৃত্যুর কথা বলা হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ময়মনসিংহে গতকাল ঘটেনি। তবে, গত বছর ময়মনসিংহের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নেত্রকোণার হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে পড়েন। এতে ১৮ জনের প্রাণহানি হয়েছিল।“

উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট, এ ধরনের কোনো ঘটনা ময়মনসিংহে সম্প্রতি গতকাল ঘটেনি। গত বছর ৫ আগস্ট ময়মনসিংহের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নেত্রকোনার হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবির কবলে পড়েন। এতে ১৮ জনের প্রাণহানি হয়েছিল। সেই নিহতদের লাশ দাফনের ছবি সম্প্রতি ময়মনসিংহে নৌকাডুবিতে ১৭ জন হাফেজার মৃত্যু বলে প্রচার করায় ফ্যাক্টওয়াচ তথ্যটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply