Published on: August 15, 2023
![]() |
গুজবের উৎস
ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
১৪ই আগস্ট সকাল থেকে HSC Discussion Groups 2023 এ একাধিক বেনামী (anonymous) পোস্ট এর মাধ্যমে এই গুজবটা ছড়িয়ে পড়ে। এসব পোস্টে হাহা রিএ্যাক্ট এর আধিক্য দেখে বোঝা যাচ্ছে, সবাই এই খবরটিকে স্যাটায়ার হিসেবে ধরে নিয়েছেন।
অধিকাংশ পোস্টে দৈনিক প্রথম আলো’র ব্যবহৃত ফটোকার্ড এর আদলে একটি ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। তবে প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থাকে জানিয়ে দিয়েছে, এটি নকল ফটোকার্ড।
শিক্ষামন্ত্রী ডা দীপু মনি’র আদলে একটি ফেসবুক একাউন্ট এর স্ক্রিনশট ও দেখা গিয়েছে একটি পোস্টে। সেখানে দীপু মনি’র নামের ভুল বানান লক্ষণীয়।
উল্লেখ্য, ফেসবুকে শিক্ষামন্ত্রীর কোনো ভেরিফাইড একাউন্ট নেই। শিক্ষামন্ত্রীর নামে একাধিক প্রোফাইল সচল থাকলেও , এসব প্রোফাইল থেকে আপলোড করা কনটেন্ট দেখে নিশ্চিত হওয়া যায়, এগুলো কোনোটাই শিক্ষামন্ত্রী দ্বারা পরিচালিত নয়।
আসন্ন এইচএসসি পরীক্ষা আগামী ১৭ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। বিগত বছরে করোনা মহামারীর কারণে কয়েকটি শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থীকে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল । তবে বর্তমানে উদ্ভূত পরিস্থিতে ডেঙ্গু বা অন্য কোনো কারণে কাউকে অটোপাশ বা অটো জিপিএ-৫ এর মত কোনো বিধান শিক্ষাবোর্ড ঘোষণা করেনি। গণমাধ্যমেও এমন কোনো খবর পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|