Published on: June 5, 2022
![]() |
এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল দাবি
নিম্নোক্ত এই ছবিটিকে চট্টগ্রামের সীতাকুন্ডে কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণ এর দৃশ্য হিসেবে দাবি করা হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
উক্ত ছবির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে ওয়াশিংটন ডিসি ভিত্তিক নিউজ স্টেশন WAMU তে ১৯ আগস্ট, ২০২০ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “Dead In California Fire, As Lightning-Strike Fires Push Resources To Limit” শিরোনামে এই প্রতিবেদনে বর্তমান ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়।
সেখানে বার্তা সংস্থা এপি-কে ছবির সূত্র হিসেবে উল্লেখ করা হয়। জানা যায়, ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে একটি ট্রেইলার হোম এবং গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা এটি।
দ্বিতীয়বার অনুসন্ধানে একই ছবি সিএনএন এর একটি প্রতিবেদনেও পাওয়া যায়। একই তারিখে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হচ্ছে, সেসময়কার একটি দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা এটি।
উল্লেখ্য,গত ৪ জুন ২০২২ শনিবার রাত ন’টার দিকে সীতাকুন্ডে বেসরকারি একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় প্রায় ১৫ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।
বিস্তারিত পড়ুন এখানে।
সুতরাং, বিষয়টি পরিষ্কার যে ভাইরাল এসব পোস্টে উল্লেখিত ছবিটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি দাবানলের ঘটনার। ২০২০ সালে প্রকাশিত এই ছবির সাথে বর্তমানে সীতাকুণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই পুরানো ছবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|