ডিবি প্রধান হারুণ অর রশিদের সিঙ্গাপুরের ভিসা কি বাতিল হয়েছে?

Published on: June 19, 2023

সম্প্রতি ফেসবুকে একটি তথ্য ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ  ও তার পরিবারের সিঙ্গাপুরের ভিসা বাতিল করেছে সিঙ্গাপুর দূতাবাস। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং, এই তথ্যটি ভাইরাল হওয়ার কিছুদিন পরেও হারুন অর রশিদকে সপরিবারে সিঙ্গাপুরে ভ্রমণ করতে দেখা গেছে। অন্যদিকে, সিঙ্গাপুর দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরণের কোনো নিষেধাজ্ঞা খুঁজে পাওয়া যায়নি।  এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে। 

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ  ও তার পরিবারের সিঙ্গাপুরের ভিসা বাতিল হয়েছে কি না এ সম্পর্কে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। কিন্তু অনুসন্ধানে এ সংক্রান্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ফেসবুকে তথ্যটি ভাইরাল হওয়ার কিছুদিন পরে বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন পাওয়া যায়। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, হারুন অর রশিদ সপরিবারে সিঙ্গাপুরে গিয়েছিলেন। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে

এছাড়া, ভাইরাল হওয়া তথ্যটি কমপক্ষে গত ৩ জুন থেকে ফেসবুকে দেখতে পাওয়া যায়। কিন্তু, মোহাম্মদ হারুন অর রশীদ তার  স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গত ৮ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তোলা একটি ছবিতে পরিবারের সদস্যদের সাথে তাকে দেখা যায়। ভিসা বাতিল হলে তাকে নিশ্চয়ই সপরিবারে সিঙ্গাপুর দেখা সম্ভব হত না।

অন্যদিকে, সিঙ্গাপুর দূতাবাস সত্যিই হারুন অর রশীদের ভিসা বাতিল করেছিল কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সিঙ্গাপুর দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসার আবেদন সংক্রান্ত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের একটি কনস্যুলেট নির্দেশিকা খুঁজে পাওয়া যায়। যেখানে বাংলাদেশি কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা এক্সেমশন আদেশ বহাল আছে। অর্থাৎ এ জাতীয় সরকারি কর্মকর্তাদের সিঙ্গাপুর যেতে কোনো ভিসা লাগবে না। মোহাম্মদ হারুন অর রশীদ যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান, সুতরাং তিনি একজন অফিসিয়াল পাসপোর্টধারী।

একদিকে যেমন হারুন অর রশিদ ফেসবুকে ভাইরাল দাবি প্রচারের কিছুদিন পরেও সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণ করেছেন, অন্যদিকে বাংলাদেশি সরকারি কর্মকর্তা হিসেবে সিঙ্গাপুর যাওয়ার জন্য তার ভিসা আবেদনের প্রয়োজন নেই। সরাসরিই তিনি সিঙ্গাপুর যেতে পারেন। সঙ্গত কারণে এসব দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh