বিকৃত শিরোনামে ডিজিটাল আর্টের ছবি ভাইরাল

Published on: September 7, 2022

সম্প্রতি “লেখাটি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে” শিরোনামে “ARE YOU LOST? GO BACK TO ALLAH” লেখাসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কোনো বাস্তব ছবি নয় বরং একটি ডিজিটাল আর্ট। “Devansh Atry” নামে ভারতীয় একজন শিল্পী কমপক্ষে তিন বছর আগে ছবিটি তৈরি করেন। এছাড়াও ভাইরাল এই ছবিটিও বিকৃত। মূল ছবিতে “ARE YOU LOST?” কথাটি থাকলেও “GO BACK TO ALLAH!” লেখাটি নেই।

এমন ছবিসহ কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, ফ্রান্সের ফিস আই (Fish Eye) ম্যাগাজিনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। “The apocalypse according to Devansh Atry” শিরোনামে একটি প্রবন্ধে এই ছবিসহ আরোও অনেকগুলো ছবি পাওয়া যায়। সেখানে ছবির আর্টিস্ট হিসেবে “Devansh Atry” এর নাম উল্লেখ করা হয়। বলা হয়, তিনি ভারতের একজন ভিজুয়াল আর্টিস্ট। তাকে উদ্ধৃত করে আরোও বলা হয়, তিনি একজন থ্রি ডি (3D) আর্টিস্ট, উল্লেখিত ছবিটি তারই তৈরি একটি থ্রি-ডি ছবি।

ফিস আইয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকেও ছবিটি ০৭ আগস্ট, ২০১৯ এ প্রকাশিত হয়।

প্রবন্ধে আরও বলা হয়, ছবিটি প্রথম “Devansh Atry” তার ইনস্টাগ্রামে প্রকাশ করেন। তবে সেখানে দেওয়া লিংকটি ওই মূহুর্তে কাজ করেনি। পরবর্তীতে অনুসন্ধান করা হলে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটি খুঁজে পাওয়া যায়। সেখানে ০৫ এপ্রিল, ২০১৯ এ প্রকাশিত মূল ছবিটিও খুঁজে পাওয়া যায়।

 

View this post on Instagram

 

A post shared by Davansh Atry (@davanshatry)

এছাড়া “Red Bubble” নামে একটি অনলাইন মার্কেটপ্লেসেও “Devansh Atry” এর একটি প্রোফাইল দেখতে পাওয়া যায়। সেখানে এই ছবিটির বিক্রেতা এবং নির্মাতা হিসেবে তার নামই রয়েছে।

এ থেকে বিষয়টি নিশ্চিত ভাইরাল ছবিটি একটি ডিজিটাল আর্ট এবং এটি তৈরি করেছেন “Devansh Atry” নামে ভারতীয় একজন শিল্পী।

লক্ষ্য করলে দেখা যাবে, ভাইরাল ছবিতে “GO BACK TO ALLAH!” এই লাইনটি দেখতে পাওয়া গেলেও মূল ছবিতে এই কথাটি নেই। অর্থ্যাৎ। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মূল ছবির সাথে এই লাইনটি জুড়ে দিয়ে ভাইরাল এই ছবিটি তৈরি করা হয়েছে।

বিকৃত ছবি

মূল ছবি

অতএব, এটি নিশ্চিত যে ছবিটি ক্যালিফোর্নিয়ার নয় বরং এটি একটি ডিজিটাল আর্ট। আর মূল ছবিতে “GO BACK TO ALLAH!” এমন কোনো কথা ছিলোনা। মূল ছবিটিকে বিকৃত করে সম্প্রতি ছড়ানো হচ্ছে। তাই অসংগতি বিবেচনায় ফ্যাক্টওয়াচ উক্ত দাবিসহ ছবিটিকে “বিকৃত” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh