Published on: June 2, 2022
![]() |
বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। স্ক্রিনশট দেখুন নিচে:
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ভাইরাল ভিডিওটিতে ব্যবহৃত ক্যাপশনের সত্যতা জানতে গুগল সার্চ করে দেখা গেছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব ২০২২ তারিখের বেস্ট শর্ট ফিল্ম পুরষ্কারটি চীনা পরিচালক “Jianying Chen” পেয়েছেন তার নির্মিত শর্ট ফিল্মটির নাম “The Water Murmurs”। Forbes থেকে প্রকাশিত একটি প্রবন্ধ দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন নিচে..
সাম্প্রতিক সময়ে উক্ত ক্যাপশনে ভাইরাল ভিডিওটির সম্পর্কে জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায় ১০ মাস আগে ভিডিওটি “Sorry Oscar Wining short Flim” ক্যাপশনে ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটি দেখুন এখানে
পরবর্তীতে আরও বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায় এই ভিডিওটি Aristokratlar-Ota ক্যাপশনে ZO’R TV নামক ইউটিউব চ্যানেলে ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটি দেখে বোঝা যায় এটি একটি মঞ্চ নাটক। সুতরাং দুই বছর আগে ইউটিউবে প্রকাশিত এই ভিডিওটি মূলত একটি মঞ্চ নাটকের পরিপূর্ণ অংশবিশেষ।
যেকারণে পুরনো ভিডিও মিথ্যা ক্যাপশনে শেয়ার করার কারণে এসকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|