দুবাইতে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম স্থাপিত হয়েছে?

Published on: January 30, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশকিছু পোস্ট শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে দুটো ছবিকে দুবাইয়ে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম বলে দাবি করা হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে উক্ত ছবিগুলো দুবাইয়ের আন্ডারওয়াটার স্টেডিয়ামের একটি প্রাথমিক নকশা যা খ্রিস্তফ কোটালা (Krzysztof Kotala) নামক একজন পোলিশ স্থপতি প্রথম প্রস্তাব করেন ২০১৫ সালে এবং সর্বশেষ তথ্যানুযায়ী বিনিয়োগকারী না পাওয়ায় দুবাইয়ে আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামটির নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোর দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর কিছু নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত যে ছবিগুলোকে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম দাবি করা হচ্ছে, তার সত্যতা যাচাই করতে আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করি। তাতে বেশকিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাই, যেখানে উক্ত ছবিগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনগুলো পড়ে আমরা জানতে পেরেছি, খ্রিস্তফ কোটালা নামক একজন পোলিশ স্থপতি ২০১৫ সালে দুবাইয়ে একটি আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামের নকশা তৈরি করে স্টেডিয়ামটি নির্মাণের প্রস্তাব দেন। এই নকশাগুলোই ব্যবহার করে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছিলো যে এগুলো দুবাইয়ের আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামের। দুবাইয়ে আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামের নকশা ঘোষণা নিয়ে বেশকিছু সংবাদমাধ্যমের করা প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে


দুবাইয়ে আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামটির নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা জানতে আমরা বেশকিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং বেশকিছু প্রতিবেদন মারফত জানতে পেরেছি যে স্টেডিয়ামটি নির্মাণের জন্য কোন বিনিয়োগকারী খুঁজে পাচ্ছেন না স্থপতি খ্রিস্তফ কোটালা। ২০১৬ সালে অ্যারাবিয়ান বিজনেস কে দেওয়া একটি সাক্ষাৎকারে খ্রিস্তফ কোটালা আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়ামটি নির্মাণের জন্য বিনিয়োগকারী পাওয়া নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেন এবং জানান যে তিনি বর্তমানে স্টেডিয়ামটির চূড়ান্ত নকশা নিয়ে কাজ করছেন।  তবে, ২০১৯ সালে অ্যারাবিয়ান বিজনেস কে দেওয়া অপর একটি সাক্ষাৎকারে খ্রিস্তফ কোটালা জানান যে তিনি স্টেডিয়ামটি তৈরির জন্য দুবাই কর্তৃপক্ষ থেকে কোন অফিসিয়াল অনুমোদন পাননি এবং কোন বিনিয়োগকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারেননি।

উল্লেখ্য, ২০১৫ সালে খ্রিস্তফ কোটালা নামক এই পোলিশ স্থপতি সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগর অংশে সমুদ্র তীর হতে কিছু দূরে বুর্জ আল আরব এবং পাম দ্বীপপুঞ্জের মাঝে একটি আন্ডারওয়াটার স্থাপনা নির্মাণের প্রস্তাব দেন যেখানে সাতটি টেনিস কোর্ট তৈরি করা হবে। খ্রিস্তফ কোটালার এই প্রস্তাবনাটা একদিকে অনেক আগ্রহ তৈরি করেছিল এবং অন্যদিকে, প্রকৌশলী এবং ডেভেলপারদের জন্য প্রযুক্তিগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিলো।

অতএব, সামাজিক মাধ্যমে যে ছবি দুটোকে দুবাইয়ে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম বলে দাবি করা হচ্ছে, সেগুলো স্টেডিয়ামটির প্রাথমিক নকশামাত্র এবং বিনিয়োগকারীর অভাবে স্টেডিয়ামটির নির্মাণ কাজ এখনও স্থগিত আছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh