সমুদ্রের তলদেশে শ্রী কৃষ্ণের দ্বারকা নগরীর খোঁজ পাওয়া গেছে?

Published on: November 30, 2021

সম্প্রতি সমুদ্রের নিচে দ্বারকা নগরীর বর্তমান অস্তিত্ব উল্লেখ করে কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় ছবি বা ভিডিওগুলো দ্বারকা নগরীর নয়। মূলত ছবিগুলো ইন্দোনেশিয়ার বালি কিংবা ফ্লোরিডার নেপচুন মেমোরিয়াল রিফ সহ বিভিন্ন জায়গার। যার সাথে দ্বারকা নগরীর কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবি সংবলিত ফেসবুক পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু ছবি এবং ভিডিও দেখুন, এখানে, এখানে, এবং এখানে



ভাইরাল এই ভিডিও এবং ছবিগুলোর শিরোনামে দাবি করা হচ্ছে, সমুদ্রের তলদেশে ভাসমান শ্রী কৃষ্ণের দ্বারকা নগরীর ছবি এগুলো।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

নিম্নোক্ত ভাইরাল ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “ejlabs.net” নামে একটি ওয়েবসাইটে এই ছবিটি দেখতে পাওয়া যায়। সেখানে ছবিটিকে  “The Coral Goddess” নামে উল্লেখ করা হয়েছে। এর অবস্থান ইন্দোনেশিয়ার বালিতে। এ সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে

ভাইরাল ছবি


মূল ছবি

 

ভিডিওতে থাকা নিম্নোক্ত আরেকটি ছবি একই পদ্ধতিতে সার্চ করলে দেখা যায়, ছবিটির সাথে “altnews.in” এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশিত একটি ছবির মিল পাওয়া যায়। সেখানে “Ithaka” নামে একটি ভ্রমণ পোর্টালের বরাত দিয়ে এই ছবিটিকে বালির পেমুটেরান কোস্টের একটি আন্ডারওয়াটার টেম্পলে অবস্থিত দেবতা বিষ্ণুর মূর্তি বলা হয়।

ভাইরাল ছবি


Altnews এ প্রকাশিত ছবি

ভিডিও থেকে নেওয়া নিম্নোক্ত আরেকটি ছবি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “Neptune Memorial Reef” এর একটি ভিডিও পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, বর্তমানে ভাইরাল এই ছবিটি মূলত আমেরিকার ফ্লোরিডাতে অবস্থিত নেপচুন মেমোরিয়াল রিফের আন্ডারওয়াটার প্রবেশদ্বার।

ভাইরাল ছবি


 

মূল ছবি

এছড়াও নেপচুন মেমোরিয়াল রিফ থেকে নিম্নোক্ত এই ছবিগুলোরও মিল পাওয়া যায়।

ভাইরাল ছবি


মূল ছবি

 

দ্বারকা নগরী কোথায়?

উইকিপিডিয়া সূত্রে জানা যায়, দ্বারকা নগরী হল ভারতের গুজরাট রাজ্যের একটি প্রাচীন শহর। ভারতের সাতটি প্রাচীনতম শহরের একটি হল দ্বারকা। হিন্দুশাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী মনে করা হয়। এই শহরের নাম অনুযায়ী কৃষ্ণকে “দ্বারকাধীশ” বা “দ্বারকেশ্বর” নামেও ডাকা হয়।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

উপরোক্ত ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায় ভাইরাল এই ভিডিওগুলোর শিরোনামটি সর্বৈব মিথ্যা। ভিডিওতে বর্ণিত ছবিগুলো দ্বারকা নগরীর নয়, বরং ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন আন্ডারওয়াটার টেম্পল বা এমিউজমেন্ট পার্কের। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে মিথ্যা চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply