Published on: February 18, 2023
![]() |
গুজবের উৎস
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
যমুনা টিভি এই ভাইরাল ভিডিও সম্পর্কিত একটি প্রতিবেদন ৭ ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রচার করেছিল ।
প্রতিবেদনটিতে বলা হয় “তুরস্কে ভূমিকম্পের ঠিক আগ মুহুর্তে অস্বাভাবিক আচরণ আচরণ করতে দেখা যায় পাখিদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। দেখা যায় দূর্যোগের আগ মুহুর্তে পাখির ঝঁক অস্থিরভাবে উড়ে বেড়াচ্ছিলো। তাদের গতিবিধির মধ্যেও ছিলো অস্বাভাবিকতা। সোসাল মিডিয়ায় এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওটি। সাধারণত প্রাকৃতিক দূর্যোগের আভাস আগ মুহুর্তেই বুঝতে পারে পশুপাখি।“
তবে প্রতিবেদনের শেষে বলা হয়, “ভিডিওটি তুরস্কের কোন অঞ্চলের সেটি নিশ্চিত করা যায়নি”
যমুনা টিভি প্রচারিত প্রতিবেদনটি দেখতে পাবেন এখানে।
উল্লেখ্য, যমুনা টিভির প্রতিবেদনে ভিডিওটি তুরস্কের কোন অঞ্চলের সেটি অনিশ্চিত বলা হলেও সামাজিক মাধ্যমে অনেকেই এই অনিশ্চিত বলা অংশটি বাদ দিয়েই উল্লেখিত ভিডিওটি শেয়ার করেছে। যেমন- এখানে
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, আমেরিকার টেক্সাসের হিউস্টনে ২০১৭ সালের ২৫শে জানুয়ারি এই পাখির ঝাঁকের দেখা মেলে। যুক্তরাজ্যভিত্তিক দ্য সান , ডেইলি মেইল সহ একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব প্রতিবেদনে এই পাখির ঝাঁকের ভিডিওটি পাওয়া যায়, যার সাথে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি মিলে যাচ্ছে।
উল্লেখ্য, আমেরিকার টেক্সাসে এই সময়ে কোনো ভূমিকম্পের খবর গণমাধ্যমে পাওয়া যায়নি। পশু-পাখিরা ভূমিকম্পের আগাম খবর পায় কিনা, সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন, তবে সিদ্ধান্তে পৌছানোর মত উল্লেখযোগ্য কিছু এখনো পাওয়া যায়নি।
একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা এবং সংবাদমাধ্যম এই ভিডিওটির ফ্যাক্ট চেকিং করেছে । প্রত্যেকেই নিশ্চিত করেছে ,সাম্প্রতিক তুরস্কের ভূমিকম্পের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন The Quint, Reuters, factly.in, news.yahoo.com ও factcheack.afp.com. এ ।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|