“ঈদেও থাকছে লকডাউন!” – ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: July 12, 2021

গতকাল ১১ জুলাই থেকে “ঈদেও থাকছে লকডাউন!” শিরোনামে একাধিক ওয়েব পোর্টাল থেকে একটি খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এটি মূলত মিথ্যা শিরোনাম। খবরের বিস্তারিত অংশেও শিরোনামে করা দাবির পক্ষে কোন তথ্য দেয়া হয় নি এসব প্রতিবেদনে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে চলমান বিধি-নিষেধের বিষয়ে আগামীকাল (১৩ জুলাই) সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের যথাযোগ্য মহল সিদ্ধান্ত প্রকাশের আগে সামাজিক মাধ্যমে “ঈদেও থাকছে লকডাউন!” এমন শিরোনাম সাধারণ পাঠককে বিভ্রান্ত করছে।

 

‘Bartabazar.com’, ‘Dhakapostlive.com’সহ একাধিক ওয়েব পোর্টালের বরাত দিয়ে খবরটি ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে। উক্ত ভাইরাল খবরটি দেখুন এখানে এখানে এখানে এখানে এখানে

 

 

 

 

 

 

 

 

ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখেছে, আসন্ন ঈদে লকডাউন বিষয়ে ১৩ জুলাই সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে মানুষের জীবন-জীবিকা প্রাধান্য দিয়ে চলমান বিধি-নিষেধে কিছুটা শিথিলতা আনতে পারে সরকার। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসানো, শপিংমল খুলে দেওয়া এবং সিটি করপোরেশন ও জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হতে পারে। বিস্তারিত পড়ুন ‘banglanews24.com’এর “ঈদে ‘শিথিল হচ্ছে’ বিধি-নিষেধ, চালু হতে পারে বাস!” শীর্ষক প্রতিবেদনে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম সমকালকে বলেন, চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল হতে পারে। এর ফলে গত ঈদের মতো চলাচলে এবার সমস্যা হবে না। এরপর ২৩ জুলাই থেকে লকডাউন আবারও কঠোর করা হবে। কিভাবে শিথিল হবে, এটা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

 

যেহেতু ঈদে মানুষের যাতায়াতের সুবিধার জন্য কঠোর লকডাউনকে এবার শিথিল করার সম্ভাবনার কথা বলা হচ্ছে মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমে, ফলে ঈদে লকডাউন থাকার ভাইরাল খবরটি সাধারণ পাঠককে বিভ্রান্ত করবে। খবরের বিস্তারিত অংশ ঠিক রাখা হলেও উদ্দেশ্যপ্রণোদিত শিরোনামের ফলে অনেকের কাছে মূল ঘটনা অজানা থেকে যেতে পারে। ফলে ফ্যাক্টওয়াচ উক্ত শিরোনামকে ‘মিথ্যা’ চিহ্নিত করেছে।

 

সাধারণ পাঠকের বিভ্রান্ত হবার নমুনা।

 

 

 

 

 

 

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

 

 

 

Leave a Reply