‘বাংলাদেশে ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক গাড়ি!’ শীর্ষক ভুয়া খবর

Published on: June 14, 2021

১২ জুন ২০২১ তারিখে ‘বাংলাদেশে ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক গাড়ি!’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে dhakanews.com সহ একাধিক ওয়েব পোর্টাল যেখানে বলা হয়েছে, “মাত্র ৯৫ হাজার টাকায় বাংলাদেশে প্রাইভেটকার পাওয়া যাচ্ছে।“ উক্ত প্রতিবেদনগুলোতে যে প্রাইভেটকার বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম এবং ফেইসবুক পেইজ উল্লেখ করা হয়েছে সেখানে যোগাযোগ করে জানা গেছে এটি একটি ভুয়া খবর। বর্তমানে কোম্পানিটি এই দামে কোনো প্রাইভেট কার বিক্রি করছেন না। 

গত ১১ ও ১২ জুন, ২০২১ “বাংলাদেশে ৯৫ হাজার টাকায় ইলেকট্রিক গাড়ি” শিরোনামের প্রতিবেদনগুলো ফেসবুকের বিভিন্ন পেইজ, গ্রুপ এবং ব্যক্তিগত একাউন্ট থেকে প্রচুর শেয়ার হয়েছে। প্রতিটি প্রতিবেদনে হুবহু একই লেখা দেখা গেছে। প্রতিবেদনগুলোর শিরোনামে গাড়ির মূল্য “৯৫ হাজার টাকা” লেখা থাকলেও প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে ‘বর্তমান বাজারে ৩.৭৫ লক্ষ টাকা দাম ধার্য করা হয়েছে এই গাড়িটির জন্য।‘ প্রতিবেদনটির লিংক সহ এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।


প্রতিবেদনগুলোতে উল্লেখিত চায়না লংশিডা কোম্পানি লিমিটেডের ফেসবুক পেইজ ভিজিট করে দেখা যায় এই প্রতিবেদনটি যে ভুয়া তা তারা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।

চায়না লংশিডা কোম্পানির ফেসবুক পেইজে উল্লেখিত মোবাইল নাম্বারে ফ্যাক্টওয়াচ টিমের একজন সদস্য যোগাযোগ করে জানতে পারেন, কোম্পানিটি উক্ত দামে কিছু প্রাইভেট কার দুই বছর আগে বিক্রি করেছিল। তবে তারা বর্তমানে এমন কোনো গাড়ি বিক্রি করছেন না। ভুয়া খবরটি প্রসঙ্গে তারা বলেন, “এগুলো হচ্ছে ইউটিউবারদের কাজ। তারা সুন্দর সুন্দর গাড়ির ছবি ব্যবহার করে নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য এসব করে। আমরা এই দামে যে গাড়ি বিক্রি করেছিলাম তা দেখতে এতটা সুন্দর ছিল না।“

চায়না লংশিডা কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ভিজিট করে ২০১৯ সালের একটি বিজ্ঞাপন পাওয়া গেছে যেখানে উক্ত ভুয়া খবরগুলোতে প্রদর্শিত প্রাইভেট কারের মতন কিছুটা দেখতে একটি চায়না অটো মিনিকার দেখা যাচ্ছে। তবে সেটির দাম হিসেবে উল্লেখ আছে ১০ লক্ষ পাঁচ হাজার টাকা। ফলে, ফ্যাক্টওয়াচের বিবেচনায় এটি নিশ্চিতভাবেই একটি ভূয়া খবর।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

Leave a Reply