এলন মাস্ক  কি “রোবট ওয়াইফ” নামে রোবট বানিয়েছেন?

Published on: May 22, 2023

সম্প্রতি “রোবট বউ” শিরোনামে এলন মাস্কের সাথে কয়েকটি রোবটের ছবিসহ কিছু পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, “রোবট বউ” ২০২৪ সালেই বাজারে আনতে যাচ্ছে এলন মাস্ক যার আনুমানিক বাজারমূল্য হবে ৩০০০+ ইউএস ডলার। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিগুলো বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এছাড়া এলন মাস্কের এমন ধরনের রোবট বানানোর কোনো তথ্য-প্রমাণ খুঁজে পাওয়া যায় নি।

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

 

ভাইরাল এসব ছবি সম্পর্কে বিভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, এলন মাস্ক এমন একটি রোবট বাজারে আনতে যাচ্ছেন যেটি স্ত্রীর ভূমিকা পালন করবেএর বাজারমূল্য হবে ৩০০০ ইউএস ডলার। কেউ কেউ বলছেন, এই রোবটকে তিন ঘন্টা চার্জ দিলে তা ৩ মাস কার্যকর থাকবে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল এসব ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, ‘France 24”  প্রকাশিত একটি ফ্যাক্টচেক ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। যেখানে সবগুলো ছবি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে জানা যায়। ১৮ মে, ২০২৩ এ প্রকাশিত এই প্রতিবেদনে ভেদিকা বাহল (Vedika Bahl) বলেন, এলন মাস্ক রোবট ওয়াইফ” বানাচ্ছেন না, ছবিগুলো বিভিন্ন ডিজিটাল আর্টিস্টের তৈরি এআইজেনারেটেড ছবি।

প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধান করা হলে,Diana Stark” নামে একটি ভ্যারিফাইড টুইটার হ্যান্ডেলে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে ডায়ানা জানিয়েছেন কিভাবে ছবিগুলো তৈরি করা হয়েছে। এমনকি কি কি প্রম্পট ব্যবহার করে তিনি ছবিটি তৈরি করেছেন সেটিও সেখানে উল্লেখ করে দিয়েছেন।

 

এছাড়া এমন আরো কিছু ছবি Xavier Art নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টেও পাওয়া গেছে। সেখানে জাকারবার্গেরও এমনই একটি ছবি খুঁজে পাওয়া যায়।এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই তৈরি করা হয়েছে।

এলন মাস্ক এবং জাকারবার্গের এমন দুইটি ছবি দেখুন এখানে এবং এখানে

এছাড়াও খালি চোখেও ছবিগুলোর কিছু অসংগতি বের করা যায়। আমরা জানি যে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিখুঁতভাবে কিছু তৈরি করা গেলেও এখনো এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। মানুষ কিংবা মানুষসদৃশ কোনো কিছু তৈরি করার সময় এআই এর দূর্বলতা দেখতে পাওয়া যায় হাত তৈরির ক্ষেত্রে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মানুষের হাতের জটিল জৈবিক গঠন এবং বাকি শরীরের সাথে এর ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে আলোকপাত করেছেন। এরই ধারাবাহিকতায় উপরোক্ত প্রথম ছবিতে হাতের আঙুলগুলো লক্ষ্য করলে দেখা যাবে, চার আঙুলের মাঝখানে আরেকটি আঙুলসদৃশ কিছু দেখা যাচ্ছে যা খুবই অস্বাভাবিক। একইভাবে এর পরের ছবিতেও হাতের গঠনটি স্বাভাবিক কোনো রোবট কিংবা মানুষের হাতের মতো দেখতে মনে হচ্ছে না। হাতের ছবিটা স্বচ্ছ নয়। বাস্তব ছবিতে যেমন কোনো একটি প্রত্যঙ্গের চারদিক স্বচ্ছভাবে দেখতে পাওয়া যায় এখানে তেমনটি হচ্ছে না। 

হাত নিয়ে এআই এর সীমাবদ্ধতা সংক্রান্ত দুইটি নিবন্ধ পড়ুন এখানে এবং এখানে

 

অন্যদিকে, এলন মাস্ক বা তার কোম্পানি এমন কোনো রোবট তৈরি করেছেন কি না জানতে অনুসন্ধান করা হলে,  এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নি। তবে, অপটিমাস বট বা টেসলা বট নামে একটি হিউম্যানয়েড রোবট তৈরির কাজ করছে টেসলা। অনিরাপদ, পুনরাবৃত্তিমূলক বা বিরক্তিকর কাজ করার ক্ষমতা রাখবে এই রোবটটি। সম্প্রতি এমন রোবটের একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভিডিওটি দেখুন এখানে

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে, ছবিগুলো বাস্তব নয়, কৃত্রিম। এছাড়া ক্যাপশনে থাকা দাবিটিও সত্য নয়। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় ছবিসহ পোস্টগুলোকে মিথ্যা” চিহ্নিত করা হচ্ছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh