‘বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কিনতে কোটি টাকা ঋণ দিবে ব্যাংক’ শীর্ষক ভুয়া খবর

Published on: May 31, 2021

২৪ মে ২০২১ তারিখে ‘বাড়ি নির্মাণ করতে ২ কোটি ও ‘ফ্লাট কিনতে’ ১ কোটি ‘ঋণ’ দিবে ব্যাংক, পাবেন যেভাবে’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে dailybnnews.com সহ একাধিক অনলাইন পোর্টাল। অথচ পুরো খবরটিতে ‘বাড়ি নির্মাণ কিংবা ফ্লাট কেনার জন্য কোটি টাকা ঋণ দিবে ব্যাংক’ সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ নেই। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, উক্ত শিরোনামে প্রকাশিত খবরগুলোর বিস্তারিত অংশ মূলত সোনালী ব্যাংকের ট্রিপল বেনিফিট স্কীম (TBS) নিয়ে লেখা। বাস্তবে সোনালী ব্যাংক ‘বাড়ি নির্মাণ করতে ২ কোটি ও ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা ঋণ দিবে’ এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি।

‘বাড়ি নির্মাণ করতে ২ কোটি ও ‘ফ্লাট কিনতে’ ১ কোটি ‘ঋণ’ দিবে ব্যাংক, পাবেন যেভাবে’ শিরোনামে একটি খবর ফেইসবুকে বিভিন্ন পেইজ ও গ্রুপ থেকে শেয়ার হয়েছে গত ২৪ মে ২০২১ তারিখ থেকে। খবরটি শেয়ার হয়েছে এমন আরও কিছু ফেসবুক পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে




ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, উক্ত শিরোনামে খবরগুলোর বিস্তারিত অংশে বাড়ি কিংবা ফ্ল্যাটের জন্য ঋণের বদলে সোনালী ব্যাংকের ‘ট্রিপল বেনিফিট স্কিম’ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে কিভাবে এই স্কিমে এককালীন টাকা জমা রাখতে হবে এবং সময়ের সাথে সাথে  মুনাফার হার কেমন হবে। খবরগুলোর বিস্তারিত অংশের শেষের দিকে সেই স্কিমের শর্ত সমূহ নিয়ে বিস্তারিত বলা হয়েছে। যদিও শিরোনামের সাথে খবরের বিস্তারিত অংশের মিল না থাকায় কমেন্টবক্সে অনেকেই খবরটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


শিরোনামের সাথে খবরের বিস্তারিত অংশের বৈসাদৃশ্য থাকায় ফ্যাক্টওয়াচ টিম এই খবরটির বিস্তারিত অংশের কিছু লাইন এবং কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে পেয়েছে ‘সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা করলেই পাবেন ৩ লক্ষ’ শিরোনামে বেশ কিছু খবর যা বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে গতবছরে নভেম্বর, ডিসেম্বর এবং এবছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলমে মাসে।



উক্ত খবরগুলোর সূত্র ধরে খুঁজে পাওয়া গেছে সোনালী ব্যাংকের আসল বিজ্ঞপ্তিটি। ‘ট্রিপল বেনিফিট স্কীম (TBS)’ শীর্ষক বিজ্ঞপ্তিটি মূলত একটি সঞ্চয়ী হিসাব বা স্কীম নিয়ে। সোনালী ব্যাংকের শর্ত অনুযায়ী হিসাবটি মেয়াদকাল হবে ১২ বছর ৯ মাস যেখানে এককালীন জমার পরিমাণ হবে ৫০,০০০.০০ বা এর গুণিতক। হিসাবটিতে মুনাফার হার এবং প্রাপ্য অর্থের পরিমান হবে ৯.০০% (চক্রবৃদ্ধি)। অর্থাৎ এই স্কীমে সংগৃহীত আমানত ১২ (বার) বছর ০৯ (নয়) মাস পূর্তিতে তিনগুন হবে। সোনালী ব্যাংকের ওয়েবসাইটটিতে ৯.০০% হারে রক্ষিত ৫০,০০০.০০ টাকা ১২ বছর ৯ মাসে তিনগুন হওয়ার হিসাবায়ন ও শর্ত সমূহ বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে। যদিও উক্ত স্কীমে ‘বাড়ি নির্মাণ করতে ২ কোটি ও ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা ঋণ দিবে’ সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ নেই।

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

Leave a Reply