মসজিদ ও মাদ্রাসার বিদ্যুত বিল ফ্রি করে দিতে বলেছেন ড. ইউনূস?

মেহজাবীন মোস্তফা

Published on: August 22, 2024

পহেলা সেপ্টেম্বর থেকে সকল মসজিদ ও মাদ্রাসার বিদ্যুত বিল ফ্রি করে দিতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিযুক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস – এই মর্মে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে টেক্সট আকারেও এমন সংবাদ প্রচারিত হচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ড এবং সংবাদ উভয়ই ভুয়া। যমুনা টিভি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।  সেই সূত্রে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।

 

গুজবের উৎস: 

১৭ আগস্ট থেকে ফেসবুকে ফটোকার্ডটি ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 


অনুসন্ধান:

যমুনা টিভির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় না। বরং যমুনা টিভি তাদের ফেসবুকে পেজে পোস্ট করে জানাচ্ছে যে তাদের পক্ষ থেকে এমন কোনো সংবাদ প্রচারিত হয় নি। 


উক্ত ফটোকার্ডের দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ মূলধারার গণমাধ্যমে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি। এছাড়া বানোয়াট ফটোকার্ডের ফন্টের সাথে যমুনা টিভির ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষণীয়। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই বানোয়াট ফটোকার্ডকে মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh