Published on: May 11, 2022
![]() |
ফেসবুকে বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে প্রকাশিত ভাইরাল স্ক্রিনশটটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল স্ক্রিনশটটিতে দেখা যায়, যুগান্তরের অনলাইন সংস্করণ থেকে প্রকাশিত একটি সংবাদের ক্যাপশন হিসেবে উল্লেখ করা হয়েছে “আগামী নির্বাচনে জিততে না পারলে আওয়ামীলীগের” এবং সংবাদের শিরোনাম হিসেবে উল্লেখ করা হয়েছে “চামড়া শিয়ালে খাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।
ভাইরাল স্ক্রিনশটটিতে ব্যবহৃত প্রধানমন্ত্রীর ছবিটির মাধ্যমে গুগল রিভার্স ইমেজ সার্চের ফলাফলে উক্ত শিরোনামে কোনো সংবাদ পাওয়া যায় নি। উক্ত শিরোনামে গুগল, যুগান্তরের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটেও কোনো সংবাদ পাওয়া যায় নি। বরং ফাইল ছবি টি ব্যবহার করে প্রকাশিত ভিন্ন শিরোনামে বেশ কিছু সংবাদ দেখা যাচ্ছে।
তাই উক্ত শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যযুক্ত কোনো সংবাদ খুঁজে না পাওয়ায় ফ্যাক্টওয়াচ এটি কে “বিকৃত” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|