বিশাল আকারের চাঁদের ভিডিওটি কম্পিউটারে বানানো

Published on: June 30, 2021

৩৬ সেকেণ্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এখানে একটি হ্রদ এবং তৃণভূমিবেষ্টিত এলাকায় স্বাভাবিক চাঁদের চেয়ে বড় আকারের একটি চাঁদ সূর্যকে ঢেকে দিয়ে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে – এমন দেখা গেছে। ভিডিওতে দাবি করা হয়, উত্তর মেরু এলাকা থেকে এই বিশালাকার চাঁদের ভিডিও ধারণ করা হয়েছে। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, গত ১৭ই মে এই ভিডিওটি অনলাইনে আপলোড করা হয়েছিল। এটি কোনো রেকর্ড করা ভিডিও নয় বরং CGI প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে ।


উৎস

গত ২৬শে মে সুপারমুন-এর দিনে ফেসবুকে ব্যাপক আকারে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

সুপারমুন চলে যাওয়ার পরে এই গুজবের হার কমলেও সাম্প্রতিক সময়ে এই গুজব আবার ভাইরাল হয়েছে। গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৮০ বার এই ভিডিও ফেসবুকের বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে। শেয়ার করা হয়েছে কয়েকশো বার।

এমন কয়েকটা পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ,এখানে, এখানে

যেমন – গানের ভেলায় নামের ফেসবুক পেজ থেকে এই ভিডিও আপলোড করে শিরোনামে লেখা হয়েছে-

রাশিয়া এবং কানাডার মধ্যে যেখানে আর্কটিক মহাসাগর অবস্থিত, যখন চাঁদ দিনের বেলা উঠে যখন সূর্যের সামনে দিয়ে যায় তখন এটি 30 সেকেন্ডের জন্য সূর্যকে covers করে রাখে এবং ততক্ষণে তা দিয়ে চলে যায় এবং 5 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় …. এই ভিডিওটি বিশেষ এক ধরণের মাইক্রো টেলিস্কোপ থেকে নেওয়াআসল চাঁদটি কেমন তা এই ভিডিওতে দেখা যাবেদুর্দান্ত দর্শন ….

 

এই একটা পেজ থেকেই কমপক্ষে ১১৮ বার ভিডিওটা শেয়ার করা হয়েছে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 

এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ফ্যাক্ট ওয়াচ টিম নিম্নোক্ত প্রমাণসাপেক্ষে এই ভিডিওকে অসত্য বলে সিদ্ধান্ত নিয়েছে:

১। আইসল্যান্ডের রেকইয়াভিক এ বসবাসরত প্রবাসী বাংলাদেশী আলম জাহা জানিয়েছেন, তিনি অনেকবার আর্কটিক এলাকায় ভ্রমণ করেছেন । কিন্তু এমন বড় চাঁদ কখনো দেখেন নি। কখনো এমন বড় চাঁদ এর কথা শোনেনও নি। তাই তার মতে, ভিডিওটি অবশ্যই ফেক।

২। ভিডিওর ১৬ তম সেকেণ্ডে কথিত চাঁদকে একটি পানিভর্তি জলাশয়ের উপর দিয়ে উড়তে দেখা যায়। কিন্তু এই সময়ে পানিতে চাঁদের কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না । এখান থেকে অনুমান করা যায়, ভিডিওটি এডিটেড।

৩। ১৯তম সেকেণ্ডে চাঁদ কে সূর্যের উপর আপতিত হতে দেখা যায় । ৫ সেকেণ্ড পরে এটি আবার বেরিয়ে আসে । অর্থাৎ ৫ সেকেণ্ডের জন্য সূর্যগ্রহণ ঘটে।

কবে কখন কোথায় সূর্যগ্রহণ হয়েছে কিংবা হবে, সেটা উইকিপিডিয়ার এই লিস্টেই পাওয়া যায়। ২০২১ এর জানুয়ারি এবং ডিসেম্বর এর মাঝামাঝি সময়ে কোনো সূর্যগ্রহণের উল্লেখ নেই। এবং ইতিহাসে কখনো কোনো সূর্যগ্রহণ এত অল্প সময়ের জন্য হয়েছে এমন জানা যায় নি।

৪। স্বাভাবিক সময়ের তুলনায় চাদকে অনেক বেশি দ্রুত উড়তে দেখা গিয়েছে এখানে।

৫। আর্কটিক এলাকা বরফে আবৃত থাকার কথা। কিন্তু এই ভিডিওতে সবুজ ঘাসে আবৃত একটি তৃণভূমি দেখা গেল।


মূল ভিডিও

 

২০২১ সালের মে মাসের ১৭ তারিখে টিকটকে এই ভিডিও প্রথম আপলোড করা হয়। এ্যালেক্সি নামের জনৈক CGI artist এটি আপলোড করেন।

Aleksy এর টিকটক একাউন্টে তার সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া না গেলেও তার টিকটক থেকে পাওয়া ইনস্টাগ্রাম একাউন্টে গিয়ে দেখা গেল, তিনি নিজেকে CG artist হিসেবে পরিচয় দিয়েছেন । তার কাজের ক্ষেত্র CGI Animation অর্থাৎ Computerized Graphics Imagery   Animation এবং 3D Visualization এর কথা উল্লেখ রয়েছে।

তার একাউন্ট ঘুরে আরো বিভিন্ন গ্রাফিক্স এ্যানিমেটেড ভিডিও দেখা গেল।

বড় চাঁদ এর মতই, পৃথিবীর খুব কাছে দিয়ে বড় আকারের শনি গ্রহ চলে যাওয়ার একটা ভিডিও ও তিনি আপলোড করেন ২২শে মে ।

চাঁদের বুকে আমেরিকার পতাকা নিয়ে হেঁটে বেড়ানোর ভিডিও গত ২৬শে জুন আপলোড করেছেন এই সিজি আর্টিস্ট।

২৬শে মে এই ভিডিওটা ‘’আর্কটিক সাগরের বুকে চাঁদ’’ শিরোনামে ভাইরাল হয় ভারতসহ বিশ্বের বিভিন্ন এলাকায়। বিভিন্ন দেশের বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সাইট এই ভুয়া ভিডিওটা সনাক্ত করেছিল তখন।  বুম ইন্ডিয়া, শ্রীলংকান ফ্যাক্ট ক্রিসেন্ডো  সহ অনেকেই এটা যাচাই করেছিল।

অর্থাৎ, প্রমাণিত একটি পুরনো ভুয়া ভিডিওই এখন নতুন করে এখন ভাইরাল হয়েছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply