আমেরিকান শিশুর পুরনো ছবিকে বাংলাদেশী শিশু দাবি করে ভুয়া সাহায্যের আবেদন

Published on: [September 9,2021]

 কোমরে টিউমারসহ একটি অসূস্থ শিশুর ছবি দেখিয়ে চিকিৎসা সহায়তা চাওয়া হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এখানে যে বাচ্চার ছবি ব্যবহার করা হয়েছে, সে বাংলাদেশী নয়। এবং ছবিটিও সাম্প্রতিক নয়।

সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ এই নিবন্ধে একটি অসূস্থ শিশুর ছবি ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সংবেদনশীল পাঠকদের এই নিবন্ধটি এড়িয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।  


গুজবের উৎস

২০২১ সালের ১৮ মার্চ মাসে ছবিটা প্রথম ভাইরাল হয়। তাহমিনা আক্তার ঐশী নামের একটি আইডিকে এই ছবিটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে দেখা যায় ।

ছবির ক্যাপশনে বলা হয়, নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত। শিশুটির বয়স মাত্র ৫ মাস। জন্ম থেকেই শিশুটি মলদ্বারে টিউমার নিয়ে জন্মগ্রহণ করে এবং টিউমারটি আস্তে আস্তে বড় হতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও টিউমারের বৃদ্ধি অব্যাহত আছে। তবে ডাক্তার বলেছেন শিশুটির উন্নত চিকিৎসা করানো হলে আরোগ্য লাভ করা সম্ভব। শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় লক্ষ্ ৫০ হাজার টাকা ।



এসকল পোস্টে সাহায্য পাঠানোর জন্য 01628600429 বিকাশ নাম্বার টা ব্যবহার করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

সম্প্রতি আগস্ট মাসের শেষ সপ্তাহে এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই একই ছবি আবার শেয়ার করতে দেখা যায়। যেমন- ৩০শে আগস্ট তারিখে জান্নাতী রমনী গ্রুপে জনৈক গোলাম রব্বানী এই ছবিটা পোস্ট করে অর্থ সাহায্য চান ।

পরবর্তী কয়েকদিন আরো বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে এই ছবিটা শেয়ার করতে দেখা যায়। যেমন দেখুন- এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে, এখানে , এখানে , এখানে , এখানে

এ সকল পোস্টে 01968601782 নাম্বারটা ব্যবহার করে সাহায্য চাওয়া হয়।

একই ছবি এবং একই বাক্য নিয়ে আরো কয়েকটি গ্রুপে এই পোস্ট দেখা যায় ,যেখানে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নাম্বার 01306313164 নাম্বার ব্যবহার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবিটি গুগল ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেল,  ২০২১ সালের ৩ রা মার্চ তারিখে এই ছবির শিশুর জন্য ফেসবুকে একটি ফান্ড রেইজিং ইভেন্ট খোলা হয়েছিল। এই ইভেন্ট থেকে ৩৩ মিলিয়ন ডলার উঠেছিল বলে জানা যাচ্ছে।

ফেসবুকের এই ফান্ড রেইজিং ইভেন্ট ছাড়াও, নো বেবি ব্লিস্টারস নামের আরেকটি ফান্ড রেইজিং ওয়েবসাইটে এই বাচ্চাটার জন্য সাহায্য তুলতে দেখা যায়। এই পোস্টে বলা হয়, বেবি হোপ জন্মগতভাবেই sacrococcygeal teratoma নামক বিরল টিউমার এ ভুগছে। তার পরিবারের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য নেই।


বেবি হোপ সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও, নো বেবি ব্লিস্টার্স এর ঠিকানা হিসেবে আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ঠিকানা দেওয়া হয়েছে। এ কারণে শিশুটিকে আমেরিকান বলে ধারণা করা যায়।

তবে নিশ্চিতভাবেই এটি বাংলাদেশের কোনো বাচ্চার ছবি নয়।

ভাইরাল হওয়া পোস্টে উল্লেখিত বিকাশ নাম্বারগুলোতে ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে ফোন দেওয়া হলে একটি নাম্বার (01306313164) বন্ধ পাওয়া যায়। অপর দু’টি নাম্বার (01968601782 এবং 01628600429)  খোলা পাওয়া গেলেও অপর প্রান্ত থেকে কেউ ফোন ধরেনি।

প্রসঙ্গত উল্লেখ্য , বিদেশী অসূস্থ শিশুদের পুরনো ছবিকে বাংলাদেশী বলে দাবি করে বিকাশে সাহায্য চাওয়ার আরো কয়েকটি ঘটনা এর আগেও ফ্যাক্টওয়াচ সনাক্ত করেছে। যেমন –এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

মানুষের সংবেদনশীলতাকে পুঁজি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিদেশী একটি অসূস্থ বাচ্চার পুরনো ছবি ব্যবহার করে ফেসবুকে সাহায্যের মিথ্যা আবেদন করছে। ফ্যাক্টওয়াচ এই আবেদনকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply