নারায়ণগঞ্জের টিউমার আক্রান্ত শিশুর ছবিটি পাঁচ বছর আগের

Published on: [September 14,2021]

নারায়ণগঞ্জ এর ৫ মাস বয়সী টিউমার আক্রান্ত একটি শিশুর ছবি ভাইরাল হয়েছে। এই ছবি শেয়ার করে শিশুটির জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি নারায়ণগঞ্জের কোনো সাম্প্রতিক ছবি নয়, বরং এই ছবিটিকে গত ৫ বছর ধরেই অনলাইনে দেখা যাচ্ছে।

সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ এই নিবন্ধে একটি অসূস্থ শিশুর ছবি ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে সংবেদনশীল পাঠকদের এই নিবন্ধটি এড়িয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

বিভ্রান্তির উৎস

সাম্প্রতিক সময়ে এই ছবিসহ ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে, এখানে

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ছবিটা ভাইরাল হতে দেখা যাচ্ছে।


ছবিটির মূল উৎস

ছবিটির মূল উৎস সনাক্ত করা না গেলেও, ২০১৬ সাল থেকেই বিভিন্ন সময়ে এই শিশুর ছবিটি ফেসবুকে এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। যেমন দেখুন –এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফোন নাম্বার নিয়ে বিভ্রান্তি

বিকাশ এ সাহায্য পাঠানোর জন্য যে নাম্বারটি দেওয়া হয়েছে, সেই 01913-946483 নাম্বারে বিভিন্ন সময়ে কল করেও এটাকে বন্ধ পাওয়া গিয়েছে।

এছাড়া, এই একই নাম্বার ব্যবহার করে নারায়ণগঞ্জের ঘারমোরা এলাকার মোহাম্মদ সিরাজ হোসেনের এর একটি মাত্র ছেলে মোঃ শাফিন এর জন্যও সাহায্যের আবেদন জানানো হয়েছে। সেই পোস্টে 01913-946483 নাম্বারকে জনৈক ‘রাজা মিয়া’র নাম্বার হিসেবে দাবি করা হয়েছে।

রোগী নিয়ে বিভ্রান্তি

ভাইরাল হওয়া এই পোস্টে দাবী করা হয়েছে, নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত। শিশুটির বয়স মাত্র ৫ মাস। জন্ম থেকেই শিশুটি টিউমার নিয়ে জন্মগ্রহণ করে এবং টিউমারটি আস্তে আস্তে বড় হতে থাকে। — শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 লক্ষ্য ৫০ হাজার টাকা, দরিদ্র বাবা সামান্য বস্তার মিলে চাকরি । আপনাদের কাছে বিনীত অনুরোধ, মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের অন্তত কিছু হলেও যার যা সামর্থ আছে তাই দিয়ে শিশুটিকে সাহায্য করি ।

এ সকল পোস্টে যে ছবি ব্যবহার করা হচ্ছে, সেখানে শিশুটির পিঠে টিউমার দেখা যাচ্ছে।

একই পোস্ট নিয়ে অতীতেও সাহায্যের আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেবার ছবি ছিল ভিন্ন। ২০২১ সালের মার্চ মাসে একই পোস্ট ( নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের একটি মাত্র ছেলে মোঃ আরাফাত এর টিউমার এর জন্য সাহায্য দরকার) ভাইরাল হয়েছিল। তবে সেখানে বাচ্চাটির অন্য ছবি ছিল, টিউমার ছিল মলদ্বারে এবং বিকাশ নাম্বার ভিন্ন ছিল  ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গিয়েছে, এই বাচ্চার ছবিটিও বাংলাদেশের নয়, বরং আমেরিকান শিশু ‘হোপ’ এর ছবি এটি। বিস্তারিত ফ্যাক্ট চেকিং দেখতে পাবেন এখানে

এছাড়া, ফ্যাক্টওয়াচ বিভিন্ন সময়ে নোয়াখালির মনিরুল, গাইবান্ধার আরাফাত এবং ঝিনাইদহের শিহাব এর নামে প্রচারিত সাহায্যের আবেদন কে মিথ্যা হিসেবে সনাক্ত করেছিল।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

এটি নিশ্চিতভাবে প্রমাণিত যে পিঠে টিউমার সহ ভাইরাল ছবিটি সাম্প্রতিক কোনো ছবি নয় , এবং এটি  নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোনো শিশুর ছবি নয়। তাই এই ছবি ব্যবহার করে যেসকল সাহায্যের আবেদন জানানো হয়েছে, সে সব আবেদনকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply