প্রচণ্ড গরমে মায়ের কোলে শিশু মারা যাওয়ার ভূয়া ছবি ও ভূয়া দাবি

Published on: May 9, 2023

গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে দুটো শিশুর ছবিকে ব্যবহার করে দাবি করা হচ্ছে যে প্রচন্ড গরমে কুমিল্লার চান্দিনা উপজেলার একটি বাজারে দুই মাসের এই শিশুটি তার মায়ের কোলে মৃত্যুবরণ করেছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে উক্ত ছবি দুটো যথাক্রমে ছয় এবং পাঁচ বছরের পুরনো এবং ছবিগুলো রোহিঙ্গা এবং শিশুস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত হয়েছিলো। অর্থাৎ, দুটো ছবির শিশুর সাথে বর্তমান সময় এবং দাবিকৃত ঘটনার কোন সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

Image: Viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত দুটো ছবির প্রথম ছবিটি ব্যবহার করে আমরা রিভার্স ইমেজ সার্চ করি এবং বেশ কিছু নিবন্ধের সন্ধান পাই। দি টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে ২১ই সেপ্টেম্বর ২০১৭ এ প্রকাশিত Will the Rohingya Exodus Be Aung San Suu Kyi’s Fall From Grace? শিরোনামের একটি নিবন্ধে আমরা উক্ত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাই যার ক্যাপশনে লেখা আছে, একজন রোহিঙ্গা নারী তার শিশুপুত্রের জন্য শোক করে বলছে যে বাংলাদেশে পালিয়ে আসার সময় ১৪ই সেপ্টেম্বর নৌকা উল্টে গিয়ে মারা গিয়েছে। দি টাইমের নিবন্ধটিতে ব্যবহৃত এই ছবিটির ফটোগ্রাফারের নাম উল্লেখ করা হয়েছে, দার ইয়াসিন (Dar Yasin)। Alamy নামক একটি ইন্টারনেট ফটো লাইব্রেরি থেকে আমরা সামাজিক মাধ্যমে শেয়ারকৃত প্রথম ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাই, যেখানে ছবিটি তোলার তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ই সেপ্টেম্বর ২০১৭ এবং ফটোগ্রাফারের নাম বলা হয়েছে দার ইয়াসিন। তাছাড়া, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তে ১৫ই সেপ্টেম্বর ২০১৭ এ প্রকাশিত Nearly 3 weeks into Rohingya crisis, refugees still fleeing শিরোনামের একটি নিবন্ধে আমরা দার ইয়াসিন এর তোলা রোহিঙ্গা নারী এবং তার মৃত শিশুপুত্রের ছবিটি খুঁজে পাই যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত প্রথম ছবিটির মিল রয়েছে। অতএব, যে শিশুর ছবিটিকে কুমিল্লার চান্দিনায় প্রচণ্ড গরমে মারা যাওয়া দুই মাসের শিশু বলে প্রচার করা হচ্ছে, সে ছবিটি আসলে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তোলা এবং ছবির শিশুটি একজন রোহিঙ্গা নারীর মৃত শিশুপুত্র।

Image: Viral photo (Left), Original source(s) (Right)

 

অপরদিকে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত দ্বিতীয় ছবিটি ব্যবহার করে আমরা রিভার্স ইমেজ সার্চ করি এবং শিশুস্বাস্থ্য সম্পর্কিত দুটো আরবি ভাষার নিবন্ধ খুঁজে পাই। জর্ডানের আম্মান ভিত্তিক Sarayanews তে ৭ই সেপ্টেম্বর ২০১৮ এ প্রকাশিত Study: Hearing loss in newborns is “linked” to smoking শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহৃত শিশুর ছবিটির সাথে চান্দিনায় প্রচণ্ড গরমে মারা যাওয়া দাবি করা অন্য শিশুর ছবিটির মিল রয়েছে। তাছাড়া, Akhbarak নামক একটি মিশরীয় সংবাদমাধ্যমে প্রায় চার বছর আগে প্রকাশিত Study: Children act with gestures as “little monkeys” শিরোনামে আরও একটি নিবন্ধ খুঁজে পাওয়া গেছে এবং সেখানে ব্যবহৃত শিশুর ছবিটির সাথেও প্রচণ্ড গরমে মারা যাওয়া দাবি করা শিশুর ছবিটির সাদৃশ্য রয়েছে। অতএব, শিশুস্বাস্থ্য সম্পর্কিত দুটো নিবন্ধে যে শিশুদুটোর ছবি ব্যবহার করা হয়েছে তার সাথে চান্দিনায় প্রচণ্ড গরমে মায়ের কোলে দুই মাসের শিশু মারা যাওয়ার দাবিটির সাথে কোন সম্পর্ক নেই এবং ছবিটি পাঁচ থেকে চার বছরের পুরনো।

Image: Viral photo (Left), Original source(s) (Right)

 

উল্লেখ্য, প্রচণ্ড গরমে মায়ের কোলে শিশু মারা যাওয়ার ঘটনাটির কোন সত্যতা পাওয়া যায়নি এবং মূলধারার কোন সংবাদমাধ্যমেও এই ঘটনাটি নিয়ে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ইতোমধ্যে চেকফ্যাক্ট নামক একটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট তাদের প্রাপ্ত তথ্য-প্রমাণাদির ভিত্তিতে উক্ত দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করেছে। চেকফ্যাক্ট কুমিল্লার চান্দিনার স্থানীয় সাংবাদিক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মারফত জানিয়েছে যে, চান্দিনায় প্রচন্ড গরমে মায়ের কোলে শিশুর মৃত্যুর মতো কোন ঘটনা ঘটেনি। তাদের ফ্যাক্ট-চেকিং রিপোর্টটি পড়ুন এখানে

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবি দুটোর বিপরীতে পোস্টের ক্যাপশন এবং ছবিগুলোর ভেতরের টেক্সটকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh