অভিনেতা ও সাংসদ ফারুকের মৃত্যুর গুজব

Published on: April 11, 2022

সম্প্রতি চিত্রনায়ক এবং সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের বরাতে জানা যায় ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। গতকাল ১০ এপ্রিল, ২০২২ এ প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য পাওয়া যায়। এছাড়াও মূলধারার আরোও কয়েকটি গণমাধ্যমেও এই গুজবটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলোঃ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা-১৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান  ফারুক ইন্তেকাল করেছেন। দেশবাসীর প্রিয়জন ও মহান দেশপ্রেমিকের মৃত্যুতে আমরা ১০নং জাবরহাট ইউনিয়ন ছাত্রলীগ,পীরগঞ্জ ঠাকুরগাঁও, গভীর ভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান রাব্বুল আলামিন তাঁকে যেন  জান্নাত নসিব করেন”।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

নায়ক ফারুকের মৃত্যুর খবর সম্পর্কিত প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে প্রথম আলো প্রকাশিত একটি প্রতিবেদন সামনে চলে আসে। “নায়ক ফারুকের মৃত্যুর গুজব, যা বললেন তাঁর স্ত্রী” শিরোনামে গত রবিবার ১০ এপ্রিল, ২০২২ এ প্রকাশিত এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে ফারুক তুলনামূলকভাবে সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি গুজব।

তাঁর স্ত্রীর বরাতে উক্ত প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৩ মাস ধরেই চিকিৎসাধীন রয়েছেন ফারুক। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে এবং তিনি স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করতে পারছেন।

এমন একটি গুজব নিয়ে দুঃখ প্রকাশ করেন ফারুক পাঠানের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন,”যে মানুষটা ভালো আছে, তার মৃত্যুর সংবাদ ছড়ানো হলে সেই পরিবার কী পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যায়, এটা কে কাকে বোঝাবে। ১৩ মাস ধরে বিদেশের একটি হাসপাতালে আছি আমরা। হাসপাতাল যে মোটেও শান্তির জায়গা নয়, এটা নিশ্চয়ই কারও অজানা নয়। তারপরও কেন যে মানুষ গুজব ছড়ায়! এর আগেও ফারুকের মৃত্যুর সংবাদ ছড়ানো হয়। কেউ কেউ তো দায়িত্ব নিয়ে ফেসবুকে এমনভাবে লিখেও দেয়, বিশ্বাস না করে উপায় থাকে না। এগুলো যে একটা পরিবারের জন্য কতটা বিরক্তিকর, বিব্রতকর ও কষ্টের, তা শুধু ভুক্তভোগীরাই জানেন। আমি সত্যিই খুবই কষ্ট পেয়েছি ও বিরক্ত হয়েছি”

একই বিষয়ে যমুনা টিভিতে নায়ক ফারুকের স্ত্রীর একটি ভিডিও বার্তা দেখুন এখানে

এমন একটি দাবিকে গুজব চিহ্নিত করে দৈনিক সময় টিভিও একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে

উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চে সিঙ্গাপুরে যান অভিনেতা ফারুক।

গুজবটির নির্দিষ্ট উৎস জানা যায়নি। তবে নায়ক ফারুককে নিয়ে এমন গুজব এটিই প্রথম নয়। এর আগেও গতবছরে এই একই সময়ে এমন একটি গুজব ভাইরাল হয়। পরবর্তীতে আরটিভি এর বিপরীতে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো।

পুরনো গুজব নিয়ে আরটিভির প্রতিবেদনটি দেখুন এখানে

 

অতএব, বিষয়টি পরিষ্কার যে নায়ক ফারুকের মৃত্যুর খবরটি ভুয়া। শারীরিকভাবে তিনি পূর্বের চেয়ে সুস্থ আছেন। তাঁর স্ত্রীর বরাতে দেশের মূলধারার গণমাধ্যমগুলো এটি নিশ্চিত করছে। তাই ফ্যাক্টওয়াচ এমন পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply